110
ভয় ধরাচ্ছে করোনার নতুন উপরূপ বিএফ.৭। কিন্তু সেই ভয়কে জয় করেই কার্যত বড়দিনে উৎসবে মেতেছেন সকলে। রবিবার দেশের নানা পর্যটনস্থলে উপচে পড়েছে জনস্রোত। যার মধ্যে অন্যতম হিমাচলপ্রদেশ। শিমলা, মানালি বরাবরই পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা। ২৫ ডিসেম্বর এই দুই জায়গাতেই কাতারে কাতারে ভিড় জমালেন পর্যটকরা। যার জেরে করোনা পরিস্থিতিতে খানিকটা উদ্বেগে রয়েছে প্রশাসন। চিনে যে ভাবে দাপাচ্ছে করোনার নতুন উপরূপ, সে কথা মাথায় রেখে সাবধান হয়েছে হিমাচল সরকার। জারি করা হয়েছে কোভিড কড়াকড়ি। রাজ্যবাসীকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকরা কোভিড বিধি যথাযথ ভাবে পালন করছেন কিনা, তা দেখার জন্য হোটেল ও রেস্তরাঁ মালিকদের নির্দেশ দিয়েছে প্রশাসন।