প্রতিনিধি,গন্ডাছড়া ২৩ ডিসেম্বর:- ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি) এবং ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় উত্তর পূর্বাঞ্চল বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অধীনে নবনির্মিত তিনটি বিদ্যুৎ প্রকল্পের শুক্রবার শুভ উদ্বোধন হয়। এই দিন গন্ডাছড়া সাব-জোনাল অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার হাত ধরে ১৩২ কেভি আমবাসা-গন্ডাছড়া নবনির্মিত ট্র্যান্সমিশন লাইন, ১৩২ কেভি আমবাসা সাব-স্টেশনের ক্ষমতা বর্ধিতকরণ ও সম্প্রসারণ এবং ৩৩ কেভি গন্ডাছড়া সাব-স্টেশনের ক্ষমতা বর্ধিতকরণ ও সম্প্রসারণ ৩টি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জিলা পরিষদের সহ-সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, বিদ্যুৎ দপ্তরের সচিব আই.এ. এস ব্রীজেশ পান্ডে, এমডিসি ভূমিকানন্দ রিয়াং প্রমুখরা। সেখানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন সার্বিক পরিবাহী লাইনের সুনির্দিষ্ট অংশের জন্য বন ও বন্যপ্রাণী সংক্রান্ত নির্ধারিত প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার কারণেই এন ই সি এই প্রকল্পে অনুদানের অর্থ প্রদানে বিরত থাকে এবং ২০১৮ -র ফেব্রুয়ারিতে প্রকল্পটিকে বাতিলই ঘোষণা করে দেয়। কিন্তু বর্তমান রাজ্য সরকারের সর্বাত্মক ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৮-র জুন মাস থেকে প্রকল্পটি পুনরুজ্জীবিত করা সম্ভবপর হয়। এরপর থেকে বন ও বন্যপ্রাণী আইনগত জটিলতা সহ নানারকম প্রতিকূলতা কাটিয়ে প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়। তিনি বলেন বর্তমানে ভারত সরকারের এনইসি ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার মানোন্নতির মাধ্যমে গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলের জন্য আমবাসা থেকে গন্ডাছড়া পর্যন্ত ৪৪ কিলোমিটার দীর্ঘ দূরত্ব ১৫২টি টাওয়ারের সহায়তায় ১৩২কেভি বিদ্যুৎ পরিবাহী লাইনের নির্মাণ কাজ বর্তমান সরকার সম্পূর্ণ করে। এই লাইনের মাধ্যমে ১৩২ কেভি ক্ষমতার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার পাশাপাশি আরো উন্নতর ভোল্টেজ মান পাবে মহকুমা বিদ্যুৎ গ্রাহকরা। এছাড়াও উপমুখ্যমন্ত্রী বলেন ১৩২ কেভি আমবাসা গন্ডাছড়া বিদ্যুৎ পরিবাহী লাইনের প্রকল্প রূপায়ণে মোট খরচ হয় ২৫ কোটি ২০ লক্ষ টাকা। এর মধ্যে এন ই সির অনুদান ১০ কোটি ৮৬ লক্ষ টাকা এবং রাজ্য সরকার ব্যয় করেছে ১৪ কোটি ৩৪ লক্ষ টাকা। তিনি বলেন ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ আর্থিক সহায়তায় ১৯ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ১৩২ কেভি বর্ধিত ক্ষমতার ক্ষমতার আমবাসা সাবস্টেশন নির্মাণ করা হয়। এর ফলে আমবাসা, জহরনগর, কুলায়, সালেমা, গঙ্গানগর, গন্ডাছড়া ও রইস্যাবাড়ির বিস্তীর্ণ এলাকার গ্রাহক সপরিবারে এই উন্নত বিদ্যুৎ পরিষেবা পাবে। তাছাড়াও ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ আর্থিক সহায়তায় ৩৩ কেভি গন্ডাছড়া সাবস্টেশন ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে বর্ধিতকরণ করা হয়। এতে গন্ডাছড়া, রইস্যাবাড়ি, তুইচাকমা, ভগিরথ, রামনগর, জগবন্ধু এবং বড়বাড়ি এলাকার গ্রাহকরা আরো উন্নতর বিদ্যুৎ পরিষেবার আওতায় আসবে।
110
next post