212
বিশেষ সংবাদ :-
২০২৩ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর । কিন্তু এখন থেকে শাসকদল বিজেপির মধ্যে একটি অংশ উঠে পড়ে লেগেছে কিভাবে বিধানসভা নির্বাচনে টিকিট । সূত্রের খবর ইতিমধ্যে বিজেপির গোমতী জেলার সাধারণ সম্পাদক সানি সাহা প্রায় এককদম বাড়িয়ে রেখেছে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে টিকিট পাওয়ার জন্য । দলীয় সূত্রের খবর ইতিমধ্যেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে । গতকাল চন্দ্রপুরে যুব মোর্চার এক জনসভা অনুষ্ঠিত হয় । সেখানেও সানি সাহা তার ভাব ভঙ্গিমায় অনেকটা নেতা টাইপের মনে হয়েছে একাংশের কাছে । বিভিন্ন মহলে দাবী করছে আগামী টিকিট পেতে পারে সে । এখন দেখার বিষয় দল কি ভাবছে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের টিকিট নিয়ে । সেদিকে তাকিয়ে রয়েছে সানি সাহা ।