প্রতিনিধি, বিশালগড়, ১৮ ডিসেম্বর ।। প্রথম বারের মতো চড়িলামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চড়িলাম নেতাজি সঙ্ঘ প্রাঙ্গণে ইনডোর ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ করেছে সরকার। গত মাসে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন এই নবনির্মিত কোর্টের উদ্বোধন করেছিলেন। এবার সেই আধুনিক ইনডোর কোর্টে ব্যাডমিন্টন আসর অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় চড়িলাম পুরানবাড়ি স্থিত নেতাজি ক্লাবে আমন্ত্রণ মূলক রাজ্যভিত্তিক অনূর্ধ ১৩, ১৫ ,১৭ বালক বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন এসোসিয়েশনের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক গিরিধারী দেবনাথ, কোচ মনিশ ভক্ত, প্রাক্তন শারীর শিক্ষক বেনীমাধব দেবনাথ প্রমুখ । সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য ব্যাডমিন্টন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক গিরিধারী দেবনাথ জানান আগামী ১৯ শে ডিসেম্বর সোমবার সকাল ৯ টায় ঘটিকায় নব নির্মিত ইনডোর ব্যাডমিন্টন হলে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করবেন।প্রথমবারের মতো এই ইনডোর ব্যাডমিন্টন কোর্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ৫০ জন খেলোয়াড় অংশ গ্রহন করতে আবেদন করেছেন । প্রতিযোগিতা হবে সিঙ্গেল। রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলোয়ারদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছে টুর্নামেন্ট কমিটি। টুর্নামেন্টকে সুষ্ঠু সম্পন্ন করার জন্য সকল অংশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
123
next post