উদয়পুর প্রতিনিধি
ঘরের গৃহবধু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর ১ নং ফুলকুমারী মধ্যপাড়া এলাকায় । ঘটনার বিবরণে দিতে গিয়ে গৃহবধূর স্বামী সহদেব ভৌমিক জানান , এই বছরের জুন মাসের ২৫ তারিখ কাজের সন্ধানে সহদেব ব্যাঙ্গালোরে গিয়েছিলো । ব্যাঙ্গালোরে যাওয়ার দুমাস পর থেকে স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথাবার্তায় কিছু অসংলগ্নতা লক্ষ্য করে সহদেব । পরবর্তী সময় ডিসেম্বর মাসের ৬ তারিখ বাড়িতে চলে আসে সহদেব ভৌমিক। কিন্তু বাড়িতে এসে দেখতে পায় তার ছোট্ট একটি কন্যা সন্তান সহ গৃহবধূ মল্লিকা দাস বাড়ি থেকে নিখোঁজ । বাড়িতে গৃহবধূকে না দেখতে পেয়ে বহু খোঁজাখুঁজি করে স্বামী সহদেব ভৌমিক । পরবর্তী সময় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে সহদেব । জানা যায় ডিসেম্বর মাসের ১১ তারিখ নিখোঁজ ডায়েরি করার পরেও এখনো পর্যন্ত গৃহবধূকে খুঁজে পাওয়া যায়নি বলে খবর । নিজের স্ত্রীকে খুঁজে পাওয়ার আশায় পুলিশের কাছে দারস্ত হয়েছে সহদেব । এখন দেখার বিষয় পুলিশ সহদেব ভৌমিকের স্ত্রীকে খুঁজে পাই কিনা সে দিকেই তাকিয়ে রয়েছে অসহায় স্বামী সহদেব ভৌমিক । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উদয়পুর ১ নং ফুল কুমারী মধ্যপাড়া এলাকায় ।