প্রতিনিধি, বিশালগড়, ১৬ ডিসেম্বর।। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরকে কেন্দ্র করে বিশালগড়ে বিজেপির কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। আগামী রবিবার আস্তাবল ময়দানে বেনিফিসিয়ারীদের সম্বোধন করার পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশালগড় বিধানসভা থেকেও বিভিন্ন সরকারি প্রকল্পের বেনিফিসিয়ারী সহ বিজেপির কার্যকর্তারা সমাবেশে অংশ নেবেন। সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি চলছে বিশালগড়েও। প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযানে হাত লাগিয়েছে বিজেপির কার্যকর্তারা। বাজারহাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বচ্ছতা অভিযান চলছে। এছাড়া বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী, মনীষী এবং ভারত মাতার সুপুত্রদের মর্মর মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। শুক্রবার বিশালগড় মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করেন বিজেপির কার্যকর্তারা।স্বচ্ছতা অভিযানের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চলছে। শুভদীপ মিলনায়তনে বিশালগড় মন্ডল কমিটির সকল সদস্য, মোর্চার সভাপতি সাধারণ সম্পাদক, পুর পরিষদের কাউন্সিলর, পঞ্চায়েতের প্রধানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বুথ ভিত্তিক এবং পঞ্চায়েত ভিত্তিক সভা চলছে। প্রতিটি বুথে স্কোয়ার্ডিং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। বিশ্বের জনপ্রিয় নেতা তথা প্রিয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আস্তাবল মুখী হচ্ছেন বিশালগড়ের যুবসমাজ। এছাড়া বিশালগড় বিধানসভা থেকে প্রায় ৩০০০ সরকারি বিভিন্ন প্রকল্পের বেনিফিসিয়ারি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আস্তাবল ময়দানে উপস্থিত থাকবেন।
97