প্রতিনিধি, উদয়পুর :-
৩১ রাধা কিশোরপুর মন্ডলের উদ্যোগে বিজয় সংকল্প রেলী করা হয় উদয়পুর খিলপাড়া স্কুল ময়দানে । প্রদীপ প্রজ্জ্বলন করে এই রেলির শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায়, ৩১ আর কি পুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ । রেলিতে স্বাগত ভাষণ রাখেন মন্ডল সভাপতি প্রবীর দাস। এই দিনের রেলিতে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন , রাজ্য একটি সন্ত্রাসের পার্টি দীর্ঘদিন রাজত্ব করে গিয়েছে । রাজনৈতিক দলটিকে মানুষ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিদায় দিয়েছে । এদিন মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনকে সরিয়ে ক্ষমতা এনেছিল তৃণমূল কংগ্রেসকে । কিন্তু দেখা গিয়েছে সেখানেও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল কংগ্রেস । এদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান । গরিব মেহনতী মানুষের জন্য কোন কাজ করেনি বিগত সরকার । বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার থাকার কারণে এক অভূতপূর্ব উন্নয়ন গোটা রাজ্যে হয়েছে । কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার থাকার কারণে এই রাজ্যের বুকে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেললাইন খুব সহসায় তৈরি হয়েছে। এছাড়া রাজ্যের বুকে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা হয়েছে। প্রতিদিন কুড়ি থেকে বাইশটি বিমান বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে । এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সমস্ত টেট উত্তীর্ণদের চাকুরী দেওয়া হয়েছে গোটা রাজ্যের মধ্যে । এর মধ্যে রাজ্যে একটি ডেন্টাল কলেজ তৈরি করা হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় আগামী দিনে রাজ্য সরকার এই রাজ্যের বুকে আরো জাতীয় সড়ক গড়ে তুলছে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য । এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন , আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ক্ষমতা নিয়ে সরকারে ফিরছে ভারতীয় জনতা পার্টি । এদিন খিলপাড়ার ময়দানে বিজয় সংকল্প রেলিতে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মীদের বিপুল সারা লক্ষ্য করা যায় ।