প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর বিধানসভা এলাকায় বিজেপি দলের একছত্র নিয়মিত সাংগঠনিক কর্মসূচি জারি রয়েছে। বুধবার সন্ধ্যা রাতে ১২ নং বুথের নির্বাচনী বোথ অফিস এবং একটি উঠানসভা অনুষ্ঠিত হয় জগতপুর এলাকায়। এই দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুরের বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।
মোহনপুরে সমস্ত রাজনৈতিক দলকে পেছনে ঠেলে শাসক দল বিজেপি একছত্র কর্মসূচিতে ব্যস্ত। বলা যায় অনেকটাই ডিপ ফ্রিজে চলে গেছে বিরোধীদলগুলো। শাসক দল বিজেপি প্রতিদিন গোটা বিধানসভা এলাকায় নিয়মিত সাংগঠনিক কর্মসূচি নিয়ে ব্যস্ত। ২০২৩ নির্বাচনকে সামনে রেখে বুধবার মোহনপুরে ১২ নং বুথে নির্বাচনি বুথ অফিসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এর পাশাপাশি জগতপুর এলাকায় একটি উঠান সভাতেও সামিল হন তিনি। সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে এদিন এলাকার মানুষের সাথে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী। আহ্বান করলেন সরকারের উন্নয়নমুখী কাজের নিরিখে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করানোর।
মোহনপুরে নির্বাচনী বোথ অফিসের উদ্বোধন ও প্রধান সভা বিজেপির
73