Home » রাইমাভ্যালী মন্ডলের কৃষাণ মোর্চার ১০ নং শক্তি কেন্দ্রের উদ্যোগে সোমবার গাছবাগান এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়

রাইমাভ্যালী মন্ডলের কৃষাণ মোর্চার ১০ নং শক্তি কেন্দ্রের উদ্যোগে সোমবার গাছবাগান এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১২ডিসেম্বর:- আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালী মন্ডলের কৃষাণ মোর্চার ১০ নং শক্তি কেন্দ্রের উদ্যোগে সোমবার গাছবাগান এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। এদিন সভা শুরুর আগে দলীয় কর্মী সমর্থকরা বিশাল এক রেলির মাধ্যমে গাছ বাগান এলাকার বিভিন্ন পদ পরিক্রমা করে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি তথা ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক মদন বিকাশ চাকমা, সম্পাদক প্রীতি কুমার চাকমা, দিপ দাস, রূপায়ণ চাকমা প্রমুখরা। সভায় সিপিআইএম এবং আইপিএফটি দল ত্যাগ করে ৫ পরিবারের ৮ ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন ধলাই জেলার সহ-সভাপতি বিকাল চাকমা এবং মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। সেখানে আলোচনা করতে গিয়ে মন্ডল সভাপতি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকার কৃষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের বছরে ৬০০০ টাকা করে দেওয়া হচ্ছে। শুধু তাই না বিনা মূল্যে সার, বীজ, ঔষুধ প্রভৃতি কৃষকদের মধ্যে বিতরন করা হয়। মন্ডল সভাপতি বলেন কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছেন।

You may also like

Leave a Comment