প্রতিনিধি কৈলাসহর:-বিগত বছরের মতো এবারও গরিব কৃষকদের ধান কাটার জন্য পাশে দাঁড়িয়েছে পরিমল
ফাউন্ডেশনের কর্মকর্তারা। অসহায় কৃষকরা কিছুদিন আগে পরিমল সিনহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল সিনহার কাছে গিয়ে আর্জি জানিয়েছেন যে ধান কাটার মরশুমে তাদেরকে সরকারের পক্ষ থেকে যদি ধান কেটে দেওয়া হয় তাহলে তারা খুবই উপকৃত হবেন।কৃষকদের কথা শুনে তখন কথা দিয়েছিলেন ধান কাটার সময় হলে তিনি গরীব কৃষকদের ধান নিজ দায়িত্বে মেশিন দিয়ে কাটিয়ে দেবেন।সেই মোতাবেক পরিমল বাবু চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের ডলুগাঁও,ফুলতলী, জারুলতলী,মোহনপুর,হাওর বাজার,পশ্চিম ফুলতলী সহ বিভিন্ন অঞ্চলের প্রায় ২ শতাধিক কৃষকের দুইশ বিঘা জমির ধান কাটা শুরু করার উদ্যোগ গ্ৰহন করলেন তিনি। পরিমল সিনহা বলেন মেশিনের মাধ্যমে বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে।এভাবে প্রতিদিন পরিমল সিনহা ফাউন্ডেশন বিনামূল্যে কৃষকদের ধান কেটে দেবে।দুইশ কৃষককে ধান কাটায় সহযোগিতা করার ফলে প্রায় এক হাজার মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান।করোণা মহামারীর সময়ও পরিমল সিনহা ফাউন্ডেশন গরিব মানুষদের চাল,ডাল সহ নগদ অর্থ দিয়ে সাহায্য করেছিল।এছাড়াও পরিমল সিনহা ফাউন্ডেশন বিগত দিনে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন সামাজিক কাজকর্ম সহ খেলাধুলার আয়োজন করেছিল।বলা যায় কোভিডের সময়ে গরীব মানুষের পাশে থেকে তাদেরকে ত্রান বিতরন থেকে শুরু করে যেভাবে সাহায্য করেছিলেন আজও সেই গরীব মানুষদের পাশে থেকে তাদের যে কোন সময় রক্তের প্রয়োজনে এবং অন্যান্য কাজে সর্বদাই এগিয়ে আসেন ফাউন্ডেশনের কর্ণধার পরিমল সিংহ।
গরীব মানুষের পাশে আছে পরিমল ফাউন্ডেশন
120