Home » আড়াই কোটি টাকা দিয়ে ধর্মনগরে উদ্বোধন হলো ক্রিকেট স্টেডিয়াম এর মাঠ

আড়াই কোটি টাকা দিয়ে ধর্মনগরে উদ্বোধন হলো ক্রিকেট স্টেডিয়াম এর মাঠ

by admin

ধর্মনগর প্রতিনিধি।
দীর্ঘ ১০ বছর প্রতীক্ষার পর শনিবার অর্থাৎ দশ ডিসেম্বর ধর্মনগর কলেজ সংলগ্ন ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন ঘোষ সহ-সভাপতি তিমির চন্দ সম্পাদক তাপস ঘোষ ধর্মনগর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি দিলীপ ধর এবং ধর্মনগর cricket অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখর সিংহ। ত্রিপুরা রাজ্যের ক্রিকেট কোচ এবং আন্তর্জাতিক খেলোয়াড় ঋদ্ধিমান সাহা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান আজ অবিভক্ত উত্তর ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। উত্তর ত্রিপুরার প্রতিটি উন্নয়নের সাক্ষী হিসেবে তিনি বিশ্ববন্ধু সেন কে চিহ্নিত করেন। তিনি বলেন আগামী প্রজন্মের জন্য ঋদ্ধিমান সাহা একজন আদর্শ ক্রিকেটার। তিনি খেলাধুলার উন্নতি সাধনের জন্য পরিকাঠামোর উল্লেখ করেন আর এই পরিকাঠামোর জন্য একটা ভালো মাঠ প্রচন্ড প্রয়োজন বলে উল্লেখ করে ন। তিনি আরো বলেন ধর্মনগরের এই ক্রিকেট স্টেডিয়াম কে সোশ্যাল মিডিয়াতে হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের সাথে তুলনা করা হচ্ছে। রাজ্যের ১৮ টি মহকুমায় এমন একটি করে ক্রিকেট স্টেডিয়াম এবং জিমনেসিয়াম স্থাপনের জন্য পরিকল্পনা গ্রহণ করে নেওয়া হয়েছে আগামী তিন বছরের মধ্যে তার সম্পন্ন হয়ে যাবে । তাছাড়া বিশ্ববন্তু ব সেনের ধর্মনগরের চন্দ্রপুরে একটি ইন্দোর স্টেডিয়াম নির্মাণের যে আবেদন তাতে সাড়া দিয়ে তিনি বলেন ক্রিয়া মন্ত্রী কে সাক্ষ্য রেখে অতিসত্বর ধর্মনগরের বিবিআই মাঠে একটি কৃত্রিম ঘাসের চাদর দিয়ে মুড়িয়ে অত্যাধুনিক ফুটবল মাঠ বানানো হবে এবং ধর্মনগরে একটি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। রাজ্যের ক্রিকেট দলের কোচ ঋদ্ধিমান সাহা রাজ্যের প্রতিভাবান জুনিয়র ক্রিকেটারদের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। ত্রিপুরা ক্রিকেট সিচুয়েশনের সম্পাদক তাপস ঘোষ জানান এই স্টেডিয়ামে অতিসত্বর একটি ইন্দো ফেসিলিটি ও জিমনাসিয়াম স্থাপন করা হবে। তাছাড়া মেলাঘরে মহিলাদেরকে নিয়ে ত্রিপুরা প্রিমিয়ার ক্রিকেট লিগ মেলা করে শুরু হচ্ছে বলে জানান এবং সবাইকে ওই খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন ধর্মনগরে উন্নয়নের মুকুটে আরেকটি পলক জুড়ে গেল তার জন্য তিনি রাজ্য এবং ক্রিয়া দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করে ন। উদ্বোধন পর্বে সাংঘ হিসেবে দুটি দল নতুন স্টেডিয়ামে একটি 10 ওভারের প্রদর্শনী ম্যাচে যোগদান করে। একটি দল ব্লু এবং অপরটি গ্রীন। ব্লু দল টসে জয়ী হয়ে গ্রিন দলকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দ্রুতলের নেতৃত্ব দেন আনন্দ ভৌমিক এবং গ্রিন দলের নেতৃত্বে ছিলেন শাম শাকিল গন। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত জুনিয়র খেলোয়াড় ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

You may also like

Leave a Comment