প্রতিনিধি, বিশালগড়, ৮ ডিসেম্বর ।। সিপাহীজলা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং সিপাহীজলা জেলা পরিষদের সহযোগিতা জেলাভিত্তিক বিশ্ব দিব্যাঙ্গজন দিবস উদযাপন করা হয় । বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন কলাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. রঞ্জন বিশ্বাস, জেলা শিক্ষা অধিকারীক হাবুল লোধ, সমাজসেবী উত্তম দেবনাথ, সমাজসেবী কানুরাজ দেব্বমা, জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ আধিকারিক উত্তম কুমার দাস প্রমুখ । অনুষ্ঠানে জেলার মাধ্যমিকে , উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সিপাহীজলা জেলার দিবাঙ্গদের মধ্যে কম্বল বিতরণ করা হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন দিব্যাঙ্গ ভাই বোনদের মধ্যে প্রতিভা রয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগ উত্তীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী মোদীজি শারীরিক প্রতিবন্ধীদের দিব্যাঙ্গ নাম দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। দিব্যাঙ্গরা সমাজের বোঝা নয়। সমাজ গঠনে তাদের ভূমিকা রয়েছে। স্বাস্থ্য শিক্ষা আর্থসামাজিক উন্নয়নে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। দিব্যাঙ্গদের অত্যাধুনিক চলন সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি দিব্যাঙ্গদের বলেন আপনারা নিজেদের দুর্বল ভাববেন না। সরকার আপনাদের পাশে রয়েছে। সুস্থ মা সুস্থ সন্তানের জন্ম দেয়। তাই মোদিজী মাতৃত্ব বন্দনা যোজনায় পুষ্টিকর খাবারের জন্য পাঁচ হাজার টাকা প্রদান করছে। জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ বলেন দিব্যাঙ্গ ছাত্র ছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য প্রতিবছর পাঁচ হাজার টাকা করে প্রদান করছে।
116
next post