প্রতিনিধি, বিশালগড়, ৮ ডিসেম্বর।। বিশালগড় লক্ষীবিলের পুরনো কার্যকর্তা বরুণ কর্মকারের কন্যা বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চলেছে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হবে বিবাহ অনুষ্ঠান । এ আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ছুটে যান বরুণ কর্মকারের বাড়িতে। এদিন বিকাল পাঁচটায় দক্ষিণ জেলা থেকে ফিরার পথে সেখানে যান মুখ্যমন্ত্রী। আশীর্বাদ করেন নবকনে সজ্জিতা বাবাই কর্মকারকে। তার সুখী সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্রনাথ শর্মা, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। বরুণ কর্মকার এবং বিয়ে বাড়িতে উপস্থিত অসংখ্য আত্মীয়দের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। সেল্ফি নেন অনেকে। শিক্ষকতার অফার প্রাপক কয়েকজন ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলেন কার্যকর্তারা দলের সম্পদ। বরুণ কর্মকারের মতো পুরনো কার্যকর্তারা সকল ভয়ভীতি উপেক্ষা করে লড়াই করেছে বলেই আজ বিজেপি শক্তিশালী হয়েছে
107