প্রতিনিধি কমলাসাগর ৭ ডিসেম্বর
কমলাসাগরে ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে যাত্রীবাহী বাস পরিষেবার শুভ উদ্বোধন। বুধবার সকাল বারো টা নাগাদ কমলা সাগর মাতা মন্দির এলাকায় রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে কমলাসাগর থেকে জিবি বাজার পর্যন্ত বাস পরিষেবার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজননের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী তথা প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন টিআরটিসর চেয়ারম্যান অভিজিৎ দেব, বিশালগড় ব্লক চেয়ারপার্সন ছন্দা দেববর্মা সিপাহী জলাজেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ স্থানীয় সমাজসেবীরা। যদিও বর্তমানে একটি টিআরটিসি বাস পরিষেবা দেওয়া হচ্ছে কমলাসাগর থেকে জিবি বাজার পর্যন্ত। নির্ধারিত ভাড়া ৩০ টাকা করে। পরবর্তী সময়ে অন্য আরেকটি টিআরটিসি বাস পরিষেবা দেওয়া হবে বলে জানান দপ্তরের মাননীয় মন্ত্রী। আলোচনা করতে গিয়ে তিনি বলেন পর্যটন কে উন্নতি করতে গেলে প্রয়োজন দর্শনার্থীদের আসার জন্য রাস্তাঘাট নির্মাণের। আগামী দিন কমলাসাগরের যাওয়ার জন্য রাস্তা সেগুলি সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন দীর্ঘ বাম আমলে টিআরটিসের পরিষেবা বলতেই ছিল না জঙ্গল থেকে উদ্ধার করে টিআরটিসি পরিষেবা দিতে অনেকটা সময় লেগে গেছে। তবে মন্ত্রী জানান আগামী দিন কমলাসাগর ও কুনাবন দুইটি রাস্তায় জনগণের দাবি পূরণ করা হবে বলে আশ্বস্ত করেন।