প্রতিনিধি , উদয়পুর :-
মির্জা কমিউনিটি হল ঘরে কাকরাবন ব্লক প্রশাসন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং শ্রমদপ্তরের সহযোগিতায় লাভার্থী সম্মেলন , বিকাশ ও কৌশল মেলা অনুষ্ঠিত হয় । প্রদীপ প্রজনন করে মেলার শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , গোমতী জেলার বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার , কাকরাবন ব্লকের ভিডিও সহ প্রমূখ । মেলায় ভাষণ রাখতে গিয়ে কৃষি মন্ত্রী বলেন , বর্তমান রাজ্য সরকার গত সাড়ে চার বছরে শহর থেকে গ্রাম সমতল থেকে পাহার সর্বত্র সমস্ত জায়গায় মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন । কৃষকদের দেওয়া হয়েছে সরকারিভাবে বহু সুবিধা । এদিন মন্ত্রী বলেন , গত চার বছরে গ্রামীণ এলাকায় ৩,৫৯,১৫৮ এবং শহর এলাকায় ১০,৪৭৪ টি ট্যাপের মাধ্যমে জল সংযোগ দেওয়া হয়েছে । স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে গত চার বছরে ৩,৪২,৯১৪ টি ব্যক্তিগত শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে এবং ৯৯ টি সামাজিক শৌচালয় নির্মাণের কাজ শেষ হয়েছে । মন্ত্রী বলেন , গ্রামীন এলাকায় ৩৩,৮৮৫ টি মহিলা স্ব-সহায়ক দলের মাধ্যমে ৩,০৮,৪৯৫ জন মহিলার আর্য সমাজিক মান উন্নয়নে সহায়তা করা হচ্ছে । কমিউনিটি ফান্ড গঠন ও ব্যাংক ঋণের মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় এদের সহায়তা দেওয়া হচ্ছে । এখন সাত দিনের মধ্যে মহিলা স্ব- সহায়ক দলের সদস্যদের সাত শতাংশ সুদের হারে ঋণ দেওয়া হচ্ছে । এছাড়া গ্রামীন জীবিকার বিকাশে ২০২১-২২ অর্থ বছরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা চালু করা হয় । এই প্রকল্পে ২০২১-২২ থেকে ২০২৩-২৪ সময়ে মোট ৬ লক্ষ গ্রামীণ পরিবারকে মোরগ , মৎস্য , সব্জি, ফল ও ফুল চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে । এদিন মেলায় আসা বেনি ফিসারিদের হাতে মন্ত্রীর হাত ধরে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন কৃষি সামগ্রী থেকে শুরু করে উপজাতিদের হাতে বিভিন্ন সুতা ও বিভিন্ন সরকারি প্রকল্পের বহু সুযোগ সুবিধা ।