Home » বিশালগড়ে বিজেপি কার্যকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

বিশালগড়ে বিজেপি কার্যকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৬ ডিসেম্বর।। বিজেপির কার্যকর্তাদের বদনাম করার ষড়যন্ত্র চলছে। বিশালগড় মন্ডলের বিজেপির সবগুলি মোর্চা সংগঠিত ভাবে কাজ করছে। বিশেষ করে ওবিসি মোর্চা এবং সংখ্যালঘু মোর্চা বিশালগড়ের জন্য গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু এবং ওবিসি ভোটাররা এই কেন্দ্রের নির্নায়ক শক্তি। এই দু’টি মোর্চা রয়েছে দুই উদীয়মান তরুণের হাতে। ওবিসি মোর্চার মন্ডল সভাপতি অমলেশ ঘোষ এবং সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতির দায়িত্বে রয়েছে ফেরদৌস মিয়া। দু’জনই দলের নির্দেশ মতো বুথে বুথে সংগঠন মজবুত করার কাজ করছে। বর্তমানে ঘর ঘর বিজেপি অভিযানে ওবিসি এবং সংখ্যালঘু মোর্চার কার্যকর্তারা সংঘবদ্ধভাবে সরকারের রিপোর্ট কার্ড নিয়ে জনতার দরবারে পৌঁছে গিয়েছেন। কিন্তু এই তরুণ নেতৃত্বকে কালিমালিপ্ত করার ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। অপপ্রচার করে তরুণ নেতৃত্বদের মনোবলে আঘাত করে সংগঠন দুর্বল করার কষ্টকল্পিত প্রয়াস চলছে। ব্যাক্তিগতভাবে আর্থিক দুর্বলতা থাকলেও সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়ান তাঁরা। করোনা মহামারী পরিস্থিতিতে তাদের মানবিক মুখ ফুটে উঠেছে। অথচ তাদের বিরুদ্ধে বেআইনি রোজগারের মিথ্যা রটিয়ে দেওয়া হয়েছে। ভাগবাটোয়ারা নিয়ে মারামারি হয়েছে বলে প্রচার করে। অথচ এধরণের কোন ঘটনা ঘটেছে বলে কারোর জানা নেই। টাকা পয়সার গল্প রটিয়ে সাধারণ কার্যকর্তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র মূলক কৌশল হিসাবে সামাজিক মাধ্যমে এবং কিছু সংবাদমাধ্যমে মনগড়া গল্প প্রচার করছে। ওবিসি মোর্চার মন্ডল সভাপতি অমলেশ ঘোষ এবং সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিয়া জানান অপপ্রচার করে কোন লাভ হবেনা। ভালো মন্দ বিচার করার ক্ষমতা মানুষের রয়েছে। এ-সব করে সংগঠনের কোন ক্ষতি করতে পারবে না।

You may also like

Leave a Comment