সন্ধ্য়ায় মাঠে খেলতে গিয়েছিল ৪ শিশু। কিন্তু খেলতে গিয়ে দুর্ভোগের মুখে পড়ে তারা। বুঝতে না পেরে মাঠের একটি গাছ থেকে বিষাক্ত ফল খেয়ে ফেলে ৪ শিশু। মৃত্যু হয় ৩ জনের। ১ শিশু এখনও হাসপাতালে ভর্তি। তার অবস্থাও সঙ্কটজনক। বুধবার সন্ধ্য়ায় হরিদ্বারের বুগ্গাওয়ালা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সন্ধ্য়ায় একসঙ্গে খেলতে গিয়েছিল তারা। না বুঝতে পেরে গাছ থেকে ফল খেয়ে ফেলে। তার পর প্রচণ্ড বমি শুরু হয় তাদের। ডায়েরিয়ার লক্ষণও দেখা দেয়। হাসপাতালে ভর্তি করা হয় ৪ জনকেই। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার হাসপাতালে মারা যায় ৫ বছর বয়সি শবনম। তার পরের দিন মারা যায় ৩ বছরের শাজিয়া। হৃষিকেশ এমসে ভর্তি ছিল ৫ বছরের বশির। রবিবার মৃত্যু হয় তারও।