বাইক ও মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নিহত বাইক চালক। TR01P 7032 এই নাম্বারের বাইক দিয়ে বাইক মালিক চালক কিশোর দেববর্মা (৫০)খোয়াই শহর থেকে নিজ বাড়ি তুলাশিখর যাওয়ার পথে সোনাতলা এলাকায় খোয়াই-তেলিয়ামুড়া রাস্তায় একটি পাঞ্জাব বডি মালবাহী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রাত প্রায় ৮টা ৪০মিঃ । সংঘর্ষে বাইকটির অস্তিত্ব প্রায় হারিয়ে যায় । পাশাপাশি মালিক চালক কিশোর দেববর্মার ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংবাদ পেয়ে খোয়াই থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে কিশোর দেববর্মার দেহ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্মরত চিকিৎসক সঙ্গে সঙ্গে কিশোর দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে। এই দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল এর উদ্দেশ্যে খোয়াই থানা পুলিশ বাহিনী গিয়ে পৌঁছে। সংবাদ লেখা পর্যন্ত ঘটভনাস্থল থেকে পুলিশ কর্মকর্তারা ফিরে আসেনি।
118
previous post