খোয়াই সেওড়াতলির ঘটনার পুনরবৃত্তি চাম্পাহাওরে বিকৃত মস্তষ্কের যুবককে আঘাতে গুরুতর জখম পাঁচজন ।
খোয়াই সেওরাতলি ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার খোয়াই থানার অন্তর্গত পরশুরামবাড়িতে। এলাকারই ভূপেন্দ্র দেববর্মা নামক বিকৃত মস্তিষ্কের এক যুবকের আঘাতে পাঁচ জন গুরুতর আহত এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক । জানা যায় শনিবার সন্ধ্যায় খোয়াই চাম্পাহাউর থানার অন্তর্গত অন্তর্গত পরশুরামবাড়ি বাজারে বাজার চলাকালীন,হঠাৎ এলাকারই ভূপেন্দ্র দেববর্মা নামক এক বিকৃত মস্তিষ্কের যুবক বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসে বাজারে থাকা লোকজনদের এলোপাথাড়ি হামলা চালায় এতে গুরুতর আহত হয় পাঁচজন । আহতদের মধ্যে রয়েছে জলিল দেববর্মা মঙ্গল পঙ্কজ দেববর্মা এবং পন্ডিত দেববর্মা। পরবর্তী সময় স্থানীয়রা এই যুবককে পাকড়াও করতে গেলে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । অন্যদিকে স্থানীয়রা তড়িঘড়ি খবর পাঠায় খোয়াই দমকল কর্মীদের দমককর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে । খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলিল দেববর্মা,মঙ্গল রথীন্দ্র ও পন্ডিত দেববর্মা তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় অন্যদিকে অন্য পঙ্কজ দেববর্মা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়
চাম্পাহাওরে বিকৃত মস্তষ্কের যুবককে আঘাতে গুরুতর জখম পাঁচজন
111
previous post