Home » মূর্তিছড়া সীমান্ত এলাকায় ফের আটক নেশাগ্ৰস্ত বাংলাদেশী

মূর্তিছড়া সীমান্ত এলাকায় ফের আটক নেশাগ্ৰস্ত বাংলাদেশী

by admin

প্রতিনিধি কৈলাসহর:-গত ১ সপ্তাহের মধ্যে প্রায় ১৬ জন বাংলাদেশি আটক হয়েছে কৈলাসহর সীমান্ত থেকে।এই রেশ কাটতে না কাটতেই গতকাল আবার নতুন করে মূর্তিছড়া চা বাগান এলাকার ভারত বাংলাদেশের সীমান্ত থেকে আটক ফের ১ বাংলাদেশী। সংবাদে প্রকাশ মূর্তিছড়া চা বাগানের ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় এক বাংলাদেশীকে গতকাল সকাল ১০ঘটিকার সময় আটক করছে জনতা।সংবাদে আরো জানা যায় যে সেই বাংলাদেশি যুবক অবৈধভাবে কাঁটাতার পেড়িয়ে ভারতে প্রবেশ করা মাত্রই মূর্তিছড়া চা বাগান এলাকার মানুষের সন্দেহ জাগে এবং তাকে আটক করে।স্থানীয়রা খবর পাঠায় কৈলাশহর থানায়। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাশহর থানার এসআই পঙ্কজ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিস ও টিএসার বাহিনী গিয়ে আটক হওয়া সেই বাংলাদেশিকে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে আসে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। তার কাছ থেকে বাংলাদেশী ৪৯৫ টাকা সহ একটি টর্চ লাইট এবং সিগারেট পাওয়া যায়।পাশাপাশি সে প্রচন্ডভাবে নেশায় আসক্ত ছিল বলে জানা গেছে।সেই বাংলাদেশির নাম কমল উদ্দিন পিতা নাম বুরন উদ্দিন বাড়ি মৌলভীবাজার জেলার আদমপুর দক্ষিণ কোনাগাঁও হবিগঞ্জ হবিগঞ্জ থানা এলাকার।উল্লেখ্য বিগত এক সপ্তাহের মধ্যে লাটিয়াপুড়া ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় ২০ নং ব্যাটালিয়নের BSF জোয়ানরা প্রায় ১৬ জন বাংলাদেশীকে আটক করেছে।এর রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে এক বাংলাদেশি আটক হয় কৈলাসহর মূর্তিছড়া চা বাগানের ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায়।তবে এইভাবে ঘন ঘন বাংলাদেশি আটক হওয়ার পিছনে কৈলাশহরে কোন দালাল চক্রের হাত রয়েছে বলে মনে করছেন নাগরিকরা।এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলাশহর মহকুমা জুড়ে।

You may also like

Leave a Comment