প্রতিনিধি, গন্ডাছড়া ২ ডিসেম্বর:- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের একঝাঁক কর্মকর্তা শুক্রবার গন্ডাছড়া ক্রিকেট মাঠ পরিদর্শনে যান। এদিন টিসিএর কর্মকর্তারা গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের সদস্যদের সাথে নিয়ে গন্ডাছড়া ত্রিশ কার্ড ক্রিকেট মাঠটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে টিসিএর কোষাধ্যক্ষ জয়নাল দাস জানান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করার পর সিদ্ধান্ত নেওয়া হয় ত্রিপুরা রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে আধুনিক মানের ক্রিকেট মাঠ তৈরি করা হবে। যেখানে জিম ফেসিলিটি থেকে শুরু করে মিনি ক্লাব হাউস, ড্রেসিং রুম, ওপেন সেড ইত্যাদি থাকবে।তিনি আরো জানান ৩০ কার্ড ক্রিকেট মাঠটি গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের নিজেস্ব মাঠ। তাই এই মাঠটিকে অনতিবিলম্বে যতটুকু সম্ভব তাড়াতাড়ি একটি আধুনিক মানের মাঠ তৈরি করে গন্ডাছড়াবাসীকে উপহার দেওয়ার জন্যেই তাদের এই সফর। এদিন ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে কর্মকর্তারা মাঠের চারিদিক সার্বিকভাবে খতিয়ে দেখেন। ইঞ্জিনিয়াররা পরিকল্পনা তৈরি করার পর ইমিডিয়েট মাঠের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে কোষাধ্যক্ষ জয়নাল দাস জানান। এদিন মাঠ পরিদর্শনকালে সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিএর গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান মানিক লাল দাস, টিসিএর এফ এক্স সদস্য শুভম রায়, গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তপন চৌধুরী, সভাপতি প্রীতিকুমার চাকমা, কোষাধ্যক্ষ দিপ দাস, জিসিএর অন্যতম সদস্য রূপায়ন চাকমা,রিতম চাকমা সহ অন্যান্য সদস্যরা।
ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের একঝাঁক কর্মকর্তা শুক্রবার গন্ডাছড়া ক্রিকেট মাঠ পরিদর্শনে যান
by admin
written by admin
105
previous post
৩ পরিবারের ৯জন সিপিএম ভোটার যোগ দিয়েছেন বিজেপি দলে
next post