Home » প্রতি ঘরে বিজেপি কর্মসূচি চলছে কৈলাসহরে

প্রতি ঘরে বিজেপি কর্মসূচি চলছে কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-প্রদেশ বিজেপির নির্দেশ অনুযায়ী প্রতি ঘরে বিজেপি কর্মসূচি নিয়ে আজ সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচারে বেড়িয়ে পড়েছেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে।কিছুদিন পূর্বেও একটানা প্রায় ৯০ দিন যাবৎ কৈলাসহর মহকুমার বিভিন্ন প্রান্তে জনসম্পর্ক কর্মসূচি করে ছিলেন কার্যকর্তাদের নিয়ে।যুবরাজনগর গ্ৰাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায় আজ ঘর ঘর বিজেপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সাথে ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি অমৃত ভট্টাচার্য,বরিষ্ট কার্যকর্তা বিধান দাস এবং বুথ সভাপতি গোপাল ধর।এই কর্মসূচি ক্রমশঃ চলতে থাকবে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment