97
প্রতিনিধি কৈলাসহর:-ভারতীয় জনতা পার্টি চণ্ডীপুর মণ্ডলের অন্তর্গত ডলুগাঁও ৩১ নং বুথে যুব মোর্চার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকেই এলাকার চারজন যুবকর্মী যারা দীর্ঘদিন সিপিআইএম দলের সাথে যুক্ত ছিলেন।এই দলের প্রতি বিতিষ্ণা আসায় দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন।নীতি আদর্শ বিচ্চুত সিপিএম ব্যাক ডেটেড চিন্তা ভাবনায় এখনোও চলতে চায়।তাইতো যুব প্রজন্ম তাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে।এই যোগদান সভায় ১২জন ভোটার নিয়ে ভারতীয় জনতা পার্টির কাজে উদ্বুদ্ধ হয়ে যুব মোর্চা চন্ডীপুর মন্ডল সভাপতি অমিয় দাসের হাত ধরে ভারতীয় জনতা পার্টি পতাকা তলে সামিল হন এবং উপস্থিত ছিলেন মন্ডলের সাধারন সম্পাদক ত্রিলেকেশ্বর সিনহা ও মন্ডল সহ-সভাপতি পরিমল সিনহা সহ অন্যান্য কার্য্যকর্তাবৃন্দ।