Home » নেশা মুক্ত ত্রিপুরার উপর একদিনের কর্মশালা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের

নেশা মুক্ত ত্রিপুরার উপর একদিনের কর্মশালা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে উদয়পুর মহকুমা ভিত্তিক খেলো ত্রিপুরা ও সুস্থ ত্রিপুরা এবং নেশা মুক্ত ত্রিপুরার উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর টাউনহলে বৃহস্পতিবার দুপুর একটায় । প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতী জিলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, এসডিএমও নূপুর দেববর্মা ও গোমতি জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক ভারতী নিগম সহ অন্যান্যরা । অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিক । পরে অনুষ্ঠানে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন , বর্তমান ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ । ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে পড়াশোনার দিকে যেন সব সময় মনোযোগ থাকে তার কারণে প্রতিদিন ১০ মিনিট নিজেকে নিয়ে ভাবা খুবই প্রয়োজন । প্রতিটি ছাত্র-ছাত্রী বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিক বই গল্প, উপন্যাস পড়া খুবই প্রয়োজন । তার কারণ হচ্ছে বর্তমান সময়ে যেভাবে নেশার দিকে ধাবিত হচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তা আগামী দিনে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে । যেভাবে মারণব্যাধি এইডস বেড়েই চলেছে গোমতী জেলায় তা আগামী দিন ভয়ংকর রূপ ধারণ করবে গোটা উদয়পুর । তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিজের উজ্জ্বল ও ভবিষ্যতের কথা চিন্তা করে চলা উচিত বলে মন্তব্য করেন বিধায়ক থেকে শুরু করে ডক্টর নূপুর দেববর্মা । এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত শিল্পীরা নানা সচেতনতামূলক কর্মসূচি গান ও নৃত্যের মধ্য দিয়ে তুলে ধরেন । খেলো ত্রিপুরা ও সুস্থ ত্রিপুরা এই কর্মসূচিকে কেন্দ্র করে উদয়পুর টাউন হলে শহর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিলো সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment