এখনো আসামের বিশ্ববিদ্যালয় ডিব্রুগড়ে রেগিং এর শিকার বন্ধ হতে দেখতে পাচ্ছে না সাধারণ মানুষ । বহু দিন ধরে র্যাগিংয়ের শিকার হচ্ছিলেন অসমের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। আর সহ্য করতে না পেরে হস্টেলের দোতলা থেকে ঝাঁপ দিলেন আনন্দ শর্মা নামের ওই ছাত্র। পুলিশ সূত্র খবর, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্র তিনি। সোমবার এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ৪ জন ছাত্রকে গ্রেফতার করেছে ডিব্রুগড় পুলিশ।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘‘র্যাগিংয়ের শিকার হয়ে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া আহত হয়েছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে সহায়তা কাম্য। অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। আহত পড়ুয়ার চিকিৎসার খরচ দেওয়া হয়েছে। র্যাগিং যাতে বন্ধ হয়, এই বিষয়ে আবেদন জানাচ্ছি।’’
135
previous post
আগরতলা মধ্যপাড়ায় শুরু হচ্ছে ১৪ তম শিশু মেলা
next post