Home » আগরতলা মধ্যপাড়ায় শুরু হচ্ছে ১৪ তম শিশু মেলা

আগরতলা মধ্যপাড়ায় শুরু হচ্ছে ১৪ তম শিশু মেলা

by admin

আগরতলা প্রতিনিধি :-

প্রতিবছরের মতো এই বছর নব অঙ্গীকার সামাজিক সংস্থা আগরতলা বড়দোয়ালী মধ্যপাড়া এলাকায় ১৪ তম শিশু মেলা শুরু হচ্ছে আগামী পহেলা জানুয়ারি থেকে । শিশু মেলাটি চলবে আগামী ৪ ঠা জানুয়ারি পর্যন্ত । নব অঙ্গীকার সামাজিক সংস্থা সম্পাদক দেবদাস বক্সী ও শিশু মেলা চেয়ারম্যান নারায়ণ মিত্র সাংবাদিক সম্মেলন করে জানান , গত দুই বছর করোণা ভাইরাসের কারণে শিশু মেলাটি সেরকম ভাবে করা হয়ে ওঠেনি । শিশু মেলা হচ্ছে শিশুদের মিলনের মেলা । বর্তমান সমাজে এই ডিজিটাল যুগে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছেন ছোট ছোট শিশুরা । তাতেই করে মানসিক বিকাশ একদিকে যেমন খারাপের দিকে চলে যাচ্ছে অন্যদিকে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে শারীরিক গঠনে । তাই শিশুদের মন ও শরীর সুস্থ রাখার জন্য শিশু মেলা খুবই জরুরী । এই বছরের এই শিশু মেলায় নব অঙ্গীকার সমাজে সংস্থা বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছে । তাই ক্লাবের পক্ষ থেকে সমস্ত অভিভাবক ও অভিভাবিকাদের কাছে আবেদন জানানো হয় প্রত্যেকটি শিশুর অভিভাবক যেন এই শিশু মেলায় তাদের নিজের সন্তানদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় যেন অংশগ্রহণ করায় তার জন্য বিশেষভাবে আবেদন রাখা হয় । ক্লাব কর্তৃপক্ষরা সাংবাদিক সম্মেলনে আরো বলেন, একটি শিশুর ভেতরে থাকা প্রতিভাকে সামনে তুলে আনার সবচেয়ে বড় জায়গা হচ্ছে শিশু মেলা । তাই প্রতিটি শিশুকে শিশু মেলা প্রতিদিন অংশগ্রহণ করার জন্য এবং তারা নিজেদের প্রতিভাকে জনগণ এবং দর্শকদের সামনে যেন তুলে ধরতে পারে তার একটি সুযোগ করে দিয়েছে নব অঙ্গীকার সামাজিক সংস্থা ।

You may also like

Leave a Comment