ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১ টা নাগাদ অর্জুন পাল চৌধুরী ওনার প্রয়োজনীয় বাজার সামগ্রী ক্রয় করে ওনার নিজ বাড়ী চেবরী শচিন্দ্র নগর কলোনী এলাকায় যাবার পথে, চেবরী পুরাতন গ্রামীণ ব্যাংকের সামনে এসে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে অর্জুন পাল চৌধুরীকে সজোড়ে ধাক্কা দেয়, এতেই রাস্তার পাশে ছিটকে পড়ে যায় অর্জুন পাল চৌধুরী সহ বাইক চালক জাস্টিন দেববর্মা (১৬) এবং বাইক আরোহী পিপাশা দেববর্মা (১৫) তাদের বাড়ী খোয়াই মহকুমা মোদীবাড়ী এলাকায় । পরবর্তী সময় বিষয়টি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের নজরে আসলে,খবর দেওয়া হয় খোয়াই দমকল কর্মীদের, অন্যদিকে অর্জুন পাল চৌধুরীর ডান হাত বেঙে যাওয়ায় এবং অবস্থা গুরুতর হওয়ায়,একটি অটো গাড়ী করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা । খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অর্জুন পাল চৌধুরীর হাত বেন্ডেজ করে এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানন্তরিত করে দেয়। অন্যদিকে খোয়াই দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত জাস্টিন দেববর্মা ও পিপাসা দেববর্মাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর বাইক চালক জাস্টিন দেববর্মা ও পিপাসা দেববর্মা উভয়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতে ঘটেছে এই বিপত্তি । তবে অধিকাংশ মহলের দাবী খোয়াই ট্রাফিক পুলিশের উদাসীন মনোভাব এবং খামখেয়ালীপনার দরুন প্রতিনিয়ত ঘটছে এই যান দুর্ঘটনা খোয়াই শহরের মধ্যে একাধিক বাইক হেলমেট বিহীন ড্রাইভিং লাইসেন্স ছাড়া প্রতিনিয়ত ঘুড়ে বেড়ালেও কোন হেলদুল নেই ট্রাফিক কর্তাবাবুদের । তবে এর পরও যদি ট্রাফিক কর্তাবাবুদের ঘুম না ভাঙে তবে আগামীদিনে এই ধরনের ঘটনা বেড়েই চলবে এবং আরও বড় ধরনের ঘটনার সাক্ষী থাকতে পারে খোয়াই বাসী এমনটাই অভিমত একাংশ মহলের
ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত এক ৬০ উর্ধ বৃদ্ধ সহ দুই , আহত বৃদ্ধের নাম অর্জুন পাল চৌধুরী (৬২) ঘটনা খোয়াই থানার অন্তর্গত চেবরী এলাকায় ।
by admin
written by admin
116
previous post