Home » দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা মন্ডল সভাপতির

দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা মন্ডল সভাপতির

by admin

আসন্ন ২০২৩ এর বিধানসভা নির্বাচনের সামনে রেখে প্রতিদিন ৩১ রাধা কিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস বুথ সভা , উঠান সভা থেকে শুরু করে ছোট আকারে দলীয় সভা ও সেরে নিচ্ছে । মঙ্গলবার অর্কেপুর মণ্ডল যুব মোর্চা উদ্যোগে রাজারবাগ ৪০ নং বুথে যুব মোর্চার কর্মী রূপন ঘোষের বাড়িতে উঠোন সভা অনুষ্ঠিত হয় । এই সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীর দাস , মন্ডল যুব মোর্চার সভাপতি রাকেশ শীল , যুব মোর্চা সাধারন সম্পাদক রতন ঘোষ ও বুথ সভাপতি বাবুল চক্রবর্তী সহ আরো অনেকে । এদিন উঠোন সভায় ভাষণ রাখতে গিয়ে মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন , আগামী বছর ২০২৩ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই রাজ্যের বুকে। রাজ্য সরকারের উন্নয়ন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে প্রচারের আলোতে ঝড় তুলতে হবে । সেই সাথে প্রতিটি এলাকার নাগরিকের বাড়িতে গিয়ে জনসম্পর্ক অভিযান গড়ে তুলতে হবে এলাকার নেতৃত্বদেরকে । সেই সাথে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করে চলতে হবে । উদয়পুর পৌর পরিষদ এলাকা যে সকল উন্নয়ন তথা রাস্তাঘাট, পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনা , এছাড়া শহরে উন্নয়নে যে সকল প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে সে সকল উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি বিরোধীদের বিভিন্ন চক্রান্ত ভেস্তে দিতে হবে । এদিনের এই সভায় মন্ডল সভাপতি প্রবীর দাস আরো বলেন , ২০২৩ বিজেপিকে এই ৪০ নং বুথ থেকে বিপুল ভোটে জয়ী করার জন্য যুব মোর্চার কর্মীদেরকে আরো বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে তিনি বার্তা দেন । এদিনের উঠান সভায় যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment