আসন্ন ২০২৩ এর বিধানসভা নির্বাচনের সামনে রেখে প্রতিদিন ৩১ রাধা কিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস বুথ সভা , উঠান সভা থেকে শুরু করে ছোট আকারে দলীয় সভা ও সেরে নিচ্ছে । মঙ্গলবার অর্কেপুর মণ্ডল যুব মোর্চা উদ্যোগে রাজারবাগ ৪০ নং বুথে যুব মোর্চার কর্মী রূপন ঘোষের বাড়িতে উঠোন সভা অনুষ্ঠিত হয় । এই সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীর দাস , মন্ডল যুব মোর্চার সভাপতি রাকেশ শীল , যুব মোর্চা সাধারন সম্পাদক রতন ঘোষ ও বুথ সভাপতি বাবুল চক্রবর্তী সহ আরো অনেকে । এদিন উঠোন সভায় ভাষণ রাখতে গিয়ে মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন , আগামী বছর ২০২৩ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই রাজ্যের বুকে। রাজ্য সরকারের উন্নয়ন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে প্রচারের আলোতে ঝড় তুলতে হবে । সেই সাথে প্রতিটি এলাকার নাগরিকের বাড়িতে গিয়ে জনসম্পর্ক অভিযান গড়ে তুলতে হবে এলাকার নেতৃত্বদেরকে । সেই সাথে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করে চলতে হবে । উদয়পুর পৌর পরিষদ এলাকা যে সকল উন্নয়ন তথা রাস্তাঘাট, পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনা , এছাড়া শহরে উন্নয়নে যে সকল প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে সে সকল উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি বিরোধীদের বিভিন্ন চক্রান্ত ভেস্তে দিতে হবে । এদিনের এই সভায় মন্ডল সভাপতি প্রবীর দাস আরো বলেন , ২০২৩ বিজেপিকে এই ৪০ নং বুথ থেকে বিপুল ভোটে জয়ী করার জন্য যুব মোর্চার কর্মীদেরকে আরো বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে তিনি বার্তা দেন । এদিনের উঠান সভায় যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।
120
previous post