Home » খেলো ত্রিপুরা , সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে উদয়পুরে হয় আলোচনা সভা

খেলো ত্রিপুরা , সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে উদয়পুরে হয় আলোচনা সভা

by admin

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের খেলো ত্রিপুরা , সুস্থ ত্রিপুরা ও নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে । প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার । এছাড়া উপস্থিত ছিলেন , যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের গোমতী জেলার সহ অধিকর্তা ভারতী নিগম , বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস , এসডিএমও নূপুর দেববর্মা ও ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ । এদিনের অনুষ্ঠানে সকল বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন , বর্তমান সমাজে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে নেশা । স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে ছোট , বড় ও মাঝারি বয়সের মানুষ নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছে । এর ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে সমাজ অন্যদিকে ধ্বংস হচ্ছে বহু পরিবার । সেই সাথে এইডস রোগে আক্রান্ত হচ্ছে রাজ্যের মানুষ । এর ফলে বর্তমান ছাত্র সমাজে এর প্রতিক্রিয়া ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে । এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে খেলো ত্রিপুরা ও সুস্থ ত্রিপুরা করার ডাক দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলও এই সকল অনুষ্ঠানে বেশি করে যোগ দিয়ে এই সকল আলোচনা সভা গুলিকে সাফল্যমন্ডিত করে তুলছে । এদিন আলোচনা সভা শেষে খেলো ত্রিপুরা ও সুস্থ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে উদয়পুর টাউন হলের সামনে থেকে এক মিছিল বের হয় উদয়পুর শহরের বুকে । মিছিলটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় জামতলা টাউন হলে সামনে এসে সমাপ্তি হয় । গোটা অনুষ্ঠান ও মিছিল কে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় ।

You may also like

Leave a Comment