Home » সিপাহীজলা জেলা ভিত্তিক সমবায় সপ্তাহ উদযাপন

সিপাহীজলা জেলা ভিত্তিক সমবায় সপ্তাহ উদযাপন

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৯ নভেম্বর ।। সিপাহীজলা জেলাভিত্তিক ৬৯ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। শনিবার বিশ্রামগঞ্জে শচীন দেববর্মন কলাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহ-সভাধিপতি পিন্টু আইচ।এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান রনজয় কুমার দেব, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, দেবব্রত ভট্টাচার্য, সিপাহীজলা জেলা সমবায় নিয়ামক সহ অন্যান্যরা। ৬৯ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে সিপাহীজলা জেলার বিভিন্ন কোঅপারেটিভ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ এর চেয়ারম্যান রনজয় কুমার দেব সহ অতিথিরা। জেলা সহসভাধিপতি পিন্টু আইচ বলেন এই সমবায়কে ভিত্তি করে নাগরিকদের স্বাবলম্বী করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছেন। সকল নাগরিকদের সমবায়ের সদস্য হওয়ার জন্য আবেদন জানান তিনি। স্টেট কোওপারেটিভ সোসাইটির চেয়ারম্যান রণজয় দেব বলেন বিগত দিনে সমবায়কে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমানে নতুন করে প্রাণ সঞ্চারিত হচ্ছে। বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে সমবায়।

You may also like

Leave a Comment