Home » ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে ত্রিপুরা বাঁচাও যাত্রা এক মিছিল বের হয় গোমতী জেলার উদয়পুর কংগ্রেস ভবন থেকে

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে ত্রিপুরা বাঁচাও যাত্রা এক মিছিল বের হয় গোমতী জেলার উদয়পুর কংগ্রেস ভবন থেকে

by admin

শনিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে ত্রিপুরা বাঁচাও যাত্রা এক মিছিল বের হয় গোমতী জেলার উদয়পুর কংগ্রেস ভবন থেকে । এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ আরম্ভ হয় । পরবর্তী সময় জেলা কংগ্রেসের ভবন থেকে এই পদযাত্রা শুরু হয় । এই পদযাত্রায় যুব কংগ্রেসের কর্মীরা দেহে দলের টি-শার্ট ও হাতে দলীয় পতাকা কাঁধে তুলে উদয়পুর শহরের বিভিন্নপদ পরিক্রমার মধ্য দিয়ে মিছিলটি জাতীয় সড়ক ধরে বাগমা বিধানসভা কেন্দ্রের বারোভাইয়া ও বাগমা‌ চাপাতলা হয়ে বাগমা বাজারে এসে শেষ হয় । এদিন ভারতজড়ো এই পদযাত্রায় কংগ্রেসের যুবনেতা অভিজিৎ সরকার , প্রণজিৎ রায়, গোমতী জেলা কংগ্রেসের সভাপতি সৌমিত্র বিশ্বাস , কংগ্রেস নেতা টিটন পাল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মিলন কর সহ মহিলা কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এ দিনের মিছিল থেকে ত্রিপুরা বাঁচাও স্লোগান তুলে যুবকরা গোটা উদয়পুর ও বাগমা জুরে সেই মিছিল কে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় । মিছিলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন ছিল বিশাল পরিমাণে পুলিশ ও টিএস আর বাহিনী ।।

You may also like

Leave a Comment