২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল বিজেপি এখন থেকেই নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। । প্রতিদিন জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে ভাঙছে বিরোধীরা । আর তাতে করে শাসকের লাভ দ্বিগুণ হারে বাড়ছে প্রতিদিন । ৩২ মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রের ১৯ ও কুড়ি নং বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলার বিজেপির সভাপতি অভিষেক দেবরায় বলেন , রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ছোট্ট রাজ্য ত্রিপুরার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছে । তাতে করে রাজ্যের জনগণ উপকৃত হচ্ছে । সরকারি চাকরি থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সরকারি ঘর। শিক্ষা থেকে শুরু করে বৈদ্যুতিক আলো সমস্ত কিছু বর্তমান রাজ্য সরকার বিনামূল্যে প্রদান করছে রাজ্যের জনগণকে । কিন্তু বিরোধীরা তা দেখে সহ্য করতে পারছে না । কিভাবে বর্তমান জনদরদী সরকারকে বদনাম করা যায় রাত দিন এই সকল খারাপ মানসিকতা নিয়ে চলছে বিরোধীরা । কিন্তু রাজ্যের জনগণ রাজ্য সরকারের উন্নয়নের সাথেই চলার মানসিকতা ঠিক করেছেন । এর ফলে সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ দেখতে পেয়ে ১৩ পরিবারের ৪৩ জন ভোটার বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে শাসক দল বিজেপিতে যোগ দেয় । তাদেরকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় । এই যোগদান সভায় দুটি বুথের জনগণের উপস্থিতি ছিল সারা জাগানো ।
110