Home » ১৩ পরিবারের ৪৩ জন ভোটার যোগ দিলেন ভাজপায়

১৩ পরিবারের ৪৩ জন ভোটার যোগ দিলেন ভাজপায়

by admin

২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল বিজেপি এখন থেকেই নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। । প্রতিদিন জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে ভাঙছে বিরোধীরা । আর তাতে করে শাসকের লাভ দ্বিগুণ হারে বাড়ছে প্রতিদিন । ৩২ মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রের ১৯ ও কুড়ি নং বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলার বিজেপির সভাপতি অভিষেক দেবরায় বলেন , রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ছোট্ট রাজ্য ত্রিপুরার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছে । তাতে করে রাজ্যের জনগণ উপকৃত হচ্ছে । সরকারি চাকরি থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সরকারি ঘর। শিক্ষা থেকে শুরু করে বৈদ্যুতিক আলো সমস্ত কিছু বর্তমান রাজ্য সরকার বিনামূল্যে প্রদান করছে রাজ্যের জনগণকে ‌ । কিন্তু বিরোধীরা তা দেখে সহ্য করতে পারছে না । কিভাবে বর্তমান জনদরদী সরকারকে বদনাম করা যায় রাত দিন এই সকল খারাপ মানসিকতা নিয়ে চলছে বিরোধীরা । কিন্তু রাজ্যের জনগণ রাজ্য সরকারের উন্নয়নের সাথেই চলার মানসিকতা ঠিক করেছেন । এর ফলে সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ দেখতে পেয়ে ১৩ পরিবারের ৪৩ জন ভোটার বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে শাসক দল বিজেপিতে যোগ দেয় । তাদেরকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় । এই যোগদান সভায় দুটি বুথের জনগণের উপস্থিতি ছিল সারা জাগানো ।‌

You may also like

Leave a Comment