প্রতিনিধি কৈলাসহর:-১৮ই নভেম্বর শুক্রবার সন্ধায় কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে পুর পরিষদের কনফারেন্স হলে গণ মাধ্যমের সাক্ষরতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন গুগুল নিউজ নেটওয়ার্কের এডিটর জয়দ্বীপ দাশগুপ্ত।প্রেস ক্লাবের সদস্যরা ছাড়াও শহরের বিদ্বজনেরাও অংশ গ্রহণ করেন এই কর্মশালায়।যেখানে জ্ঞানার্জনের অসংখ্য বিষয় উথ্বাপিত হয়েছে। কৈলাসহরের পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়,ভাইস চেয়ারপার্সন নীতিশ দে এবং মহকুমা শাসক প্রদীপ সরকার এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সংবাদ কর্মীদের তথ্য নিয়ে কাজ করতে হয়।তাড়াহুড়োর কারনে অনেক তথ্য বা ছবি যাচাই করা কঠিন ও দুর্বোধ্য হয়ে পড়ে।বিশেষত তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তৃতির মধ্যে যেমন সাংবাদিকদের কাজের সুবিধা এসেছে তেমনি ভুল তথ্য ফসকে যাওয়ার বিপদও রয়েছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন ভাবে ভুল সংবাদ ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে।যা অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল। একটু বিচ্যুতির ফলে ব্যাপক খতির সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষক জয়দ্বীপ দাশগুপ্ত স্বল্প পরিসরে কিভাবে ভুল তথ্য ও ছবির প্রয়োগে বিভ্রান্তি ছড়ায় এবং এর চরম পরিণতি হিসেবে প্রাণহানির মত ভয়াবহ ঘটনা ঘটে তা তথ্য চিত্র সহ হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন।কি করে ভুল তথ্য এবং ছবি অথবা ভিডিও সনাক্ত করা যায় তারও হাতে কলমে প্রশিক্ষণ দেন।বিভিন্ন ডিজিটাল টোলে গিয়ে সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিভাবে একটি ছবি বা ভিডিও যাচাই করা যায় তা বিস্তারিতভাবে আলোচনাও করেন।এছাড়াও সামাজিক মাধ্যমের ছবিতে থাকা মানুষজনের পোষাক,আবহাওয়া যেখান থেকে ছবি তোলা হয়েছে তার চার পাশের চিত্র,সাইনবোর্ড প্রভৃতির উপর গভীর দৃষ্টি নিক্ষেপ করলেও আসল না নকল তা বেড়িয়ে আসে। অনুষ্ঠানের শুরুতে কৈলাসহর পুর পরিষদের পক্ষে চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন ফুলের তোড়া দিয়ে প্রশিক্ষক জয়দ্বীপ দাশগুপ্ত কে শুভেচ্ছা জানান। কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্পাদক চারুকৃষ্ণ কর পুষ্পস্তবক তুলে দেন প্রশিক্ষকের হাতে।কৈলাসহর প্রেস ক্লাবের সংবর্ধনপত্র জয়দ্বীপ দাশগুপ্তের হাতে তুলে দেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়।রাত প্রায় সাতটা থেকে দশটা পর্যন্ত টানা তিনঘন্টার এই প্রশিক্ষণ কর্মশালায় সমৃদ্ধ হয়েছেন অনেকেই।এছাড়াও আগামী দিনে আরো বৃহৎ পরিসরে এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে জানানো হয় প্রেস ক্লাবের পক্ষ থেকেও।
113
previous post