27
- প্রতিনিধি, উদয়পুর :- গতবছরের বন্যার সময় উদয়পুরের ছনবন এলাকায় নদীভাঙনের আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে নদীর পাড়ে বোল্ডার বসানো হয়। আজ সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে ওই কাজের অগ্রগতি ও মান যাচাই করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে একটি নদীঘাট নির্মাণের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করেন তিনি। ২০২৪ সালের একুশে আগস্ট এক ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছিল গোটা উদয়পুরবাসী। একই সাথে ছনবন এলাকায় নদী ভাঙ্গনের ফলে তিনটি বাড়ি সম্পূর্ণভাবে নদীগর্ভে চলে যায়। দিশেহারা হয়ে পড়েছিল সেই সময় মানুষজন। পরবর্তী সময় রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই নদী ভাঙ্গন রোধ করার জন্য বোল্ডার বসানোর সিদ্ধান্ত নেই। বর্তমানে সম্পূর্ণ কাজ সমাপ্তি ঘটে। আজ সকালে ঘন কুয়াশার মধ্যেই এলাকা পরিদর্শনে যান তিনি। কথা বলেন এলাকাবাসীদের সাথে। মন্ত্রীর এই ধরনের উদ্যোগের ফলেই বেঁচেছে গোটা এলাকাটি । মনে করছে উদয়পুর পৌর এলাকাবাসী।