শান্তির বাজার প্রতিনিধি : শান্তিরবাজার মহকুমা ব্লকের অন্তর্গত মনু ভিলেজের কার্মি পাড়ার কমিউনিটি হলের সামনে থেকে হাড়াই পাড়ার ৫ নং বুথের তাজুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। পেককাদা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় এলাকার লোকজনদের। যার কারনে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে।এতে এলাকার সাধারণ মানুষ, স্কুল গামী শিক্ষার্থী, রোগী পরিবহন কারি, ওই এলাকার প্রায় ৫০ টি পরিবারের চরম দুর্ভোগ পোয়াচ্ছেন । অল্প বৃষ্টিতে চলাচল অযোগ্য হয়ে পড়েন রাস্তাটি।স্থানীয়দের তথ্য অনুযায় দীর্ঘদিন সড়কের এই ভয়াবহ অবস্থা। রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে । বারবার সাধারণ লোকজন বাম আমল নেতা-নেত্রী থেকে রাম আমলের নেতা নেত্রী এবং মনু ভিলেজের পঞ্চায়েত কর্তৃপক্ষকে এই কাঁচা মাটির রাস্তাটিকে সংস্কার করার জন্য জানালেও তারা কোন প্রকার সংস্কারের এর উদ্যোগ গ্রহণ করছে না। স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্ব এই ধরনের গাহেলা মনোভাব দেখে দিনের পর দিন বাড়ছে জনগণে ক্ষোভ। জানা যায় এই রাস্তাটি দিয়ে কার্মিপাড়া থেকে কালাপাড়া হয়ে বিলোনিও যাওয়া যায়। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় হাজারো মানুষ যাতায়াত করে। সামনে ভিলেজ নির্বাচন তাই সকলের চাইছেন এই রাস্তাটিকে দ্রুত সংস্কার করে চলাচলযোগ্য করে তোলার জন্য। না হলে আগামী দিন ভোট বয়কট করে আন্দোলনে নামবে এই পাড়ার প্রায় ৫০টি পরিবার। অপরদিকে ৮ নং জাতীয় সড়ক থেকে কালাপাড়ি যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। নেই কোন সংস্কারের উদ্যোগ। আজও ওই রাস্তাটিতে দুর্ঘটনা ঘটেছে। মিলন ত্রিপুরা উনার মেয়েকে নিয়ে বাইক নিয়ে বাড়িতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এখন এই রাস্তাটি ইট পাথর উঠে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই সকলে চাইছেন বকাফা ব্লক এবং মনু ভিলেজ কর্তৃপক্ষ এই রাস্তা গুলিকে দ্রুত সংস্কার করে চলাচলযোগ্য করে তোলার জন্য।
বামেদের সময় হারাই পাড়ার ৫০টি পরিবারের ভাগ্যে জুটলো ইট বা পাকা রাস্তা! বিজেপি সরকারের কাছে প্রত্যাশা।
156
previous post