Home » বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে দূর্গা চৌমুহনীতে আধুনিক ৩৩ কেভি সাব স্টেশনের উদ্বোধন

বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে দূর্গা চৌমুহনীতে আধুনিক ৩৩ কেভি সাব স্টেশনের উদ্বোধন

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া :- সোমবার কমলপুর মহকুমার সুরমা দুর্গা চৌমুহনী বাজার এলাকায় রাজ্যের বিদ্যুৎ নিগমের উদ্যোগে এন ই আর পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় নির্মিত অত্যাধুনিক ৩৩ কেভি সাব স্টেশনের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মোট ৯ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত এই সাব স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানের নতুন দিগন্ত উন্মোচিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের পাশাপাশি উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জেলা পরিষদের সহকারি সভাধিপতি অনাদি সরকার, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপদ লোহী, সমাজসেবী ও সুরমা মন্ডল সভাপতি শুভাশিস আহিরসহ অন্যান্য জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি বলেন, এই নতুন সাব স্টেশন চালু হলে কমলপুর মহকুমা সহ সংলগ্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল হবে। পাশাপাশি, শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো ব্যবহার করে গ্রাম থেকে শহর পর্যন্ত সবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এন ই আর পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন সাব স্টেশন, উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার ও উন্নত বিদ্যুৎ লাইন স্থাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ নবনির্মিত সাব স্টেশন ঘুরে দেখেন এবং উন্নত বিদ্যুৎ ব্যবস্থার সুফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সার্বিকভাবে, এই উদ্বোধন অনুষ্ঠান সুরমা ও কমলপুর মহকুমার উন্নয়নযাত্রায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে চিহ্নিত হলো।

You may also like

Leave a Comment