Home » নিখোঁজ হওয়া স্বামীকে ফিরে পেতে স্থানীয় থানার দারস্থ অসহায় স্ত্রী।

নিখোঁজ হওয়া স্বামীকে ফিরে পেতে স্থানীয় থানার দারস্থ অসহায় স্ত্রী।

by admin

প্রতিনিধি ধর্মনগর, ২৪শে এপ্রিল থেকে নিখোঁজ হওয়া স্বামীকে ফিরে পেতে স্থানীয় থানার দারস্থ অসহায় স্ত্রী।ঘটনাটি ঘটে পানিসাগর থানাধীন দক্ষিণ পানিসাগর গ্রামে।ঘটনার বিবরণে জানা যায় যে,ঐ এলাকার এক নং ওয়ার্ডের বাসিন্দা পঞ্চুরাম মালাকার এর ৩৮ বর্ষিয় পুএ পেষায় মৎস ব্যাবসায়ী পবিত্র মালাকার নিত্য দিনের মতো সকাল এগারো টা নাগাদ বাড়ি থেকে পানিসাগর বাজারে এসে রাএি হওয়াতেও আর বাড়ি ফিরেনি।তাতে সন্দেহ হওয়াতে রাএি থেকে আত্মীয় পরিজনদের বাড়ির আশেপাশে খোঁজা খোজি করে না পেয়ে নিরাশ হয়ে ২৫শে এপ্রিল দুপুরে পানিসাগর থানায় নিরুদ্দেশ হওয়া স্বামীকে ফিরে পেতে মিসিং এন্ট্রি লিপিবদ্ধ করে স্ত্রী সন্ধ্যা মালাকার।নিরুদ্দেশ হওয়া পবিএ এর গায়ের রং কালো,চুল লম্বা ও কালো,মুখমন্ডল সামান্য লম্বাকৃতি,পরনে ছিল নীল রঙ্গের জিন্সের প্যান্ট ও হালকা কমলা রঙ্গের ফুল গেঞ্জি।এই মর্মে পানিসাগর পুলিশ নিখোঁজ হওয়া ব্যাক্তি কে উদ্বার করতে পাশ্ববর্তী থানা গুলো সহ সকল ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে শেষ পর্যন্ত স্থানীয় সংবাদ মাধ্যমের স্মরনাপন্ন হয়ে তুলে ধরেন অসহায় পরিবারের করুন কাহিনি।কারণ স্বামী পবিত্রই ছিল ঐ পরিবারের একমাএ উপার্জনশীল ব্যাক্তি।স্বামী হারা নিখোঁজ পরিবারটিকে সহায়তা দিতে স্থানীয় এলাকার লোকজন সহ আশপাশ এলাকার লোকজন সহায়তার হাত বাড়িয়ে দেয়।এখন দেখার বিষয় নিখোঁজ স্বামীকে উদ্ধার করতে পানিসাগর পুলিশ কি পদক্ষেপ গ্রহন করেন।

You may also like

Leave a Comment