প্রতিনিধি, উদয়পুর :- এলাকার রাস্তাঘাট উন্নয়ন হলে গ্রামের উন্নয়ন হয়ে ওঠে । এর ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় । একের পর এক রাস্তাঘাট যেভাবে করা হচ্ছে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র জুড়ে। তাতে করে গোটা বিধানসভার রূপ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে । কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকার কারণে রাজ্যের উন্নয়ন দ্রুত হচ্ছে। যা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বলে থাকেন ডাবল ইঞ্জিনের সরকার । যা বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকারের সুফল পেতে শুরু করেছে গোমতি জেলার মাতাবাড়ি কেন্দ্র । এই বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কাঁঠালতলী থেকে সিদ্দিকা টিলা পর্যন্ত ভগ্ন দশা সম্পন্ন রাস্তাটিকে সংস্কার করে পাকা রাস্তায় রূপান্তরিত করার জন্য দীর্ঘদিনের একটি দাবি ছিল গ্রামবাসীদের। গ্রামের সাধারণ মানুষের দাবীকে মান্যতা দিয়ে প্রায় এক কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় পাকা রাস্তা ( ব্ল্যাক টপ ) তৈরি করা হবে আগামী কিছুদিনের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট রাস্তাটি পূর্ত দপ্তরের আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধিদেরকে সাথে নিয়ে সরজমিনে পরিদর্শন করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। বিধায়ক আশ্বস্ত করেন খুব শীঘ্রই শুরু হবে নতুন পাকা সড়কের কাজ । বিধায়কের মুখ থেকে উন্নয়নের কাজের আশ্বস্ত হয়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে গ্রামীন এলাকা জুড়ে।
111