প্রতিনিধি মোহনপুর:- কেন্দ্রয় অর্থমন্ত্রীর আনা বাজেট গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য দারুন সুযোগ আনতে চলেছে। গত অর্থ বর্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রায় ৪৭ শতাংশ অর্থ বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে। অথচ বিরোধীরা শুধুমাত্র বাজার ধরে রাখার জন্য লোক দেখানো সমালোচনা করছে ত্রিপুরা রাজ্যে। রবিবার সদর গ্রামীণ জেলা কমিটির উদ্যোগে বাজেটকে কেন্দ্র করে এক ধন্যবাদ সভায় এই মন্তব্য করলেন মন্ত্রিস সুশান্ত চৌধুরী।
সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন গোটা দেশের বাজেট পেশ করেছেন সংসদে। এই বাজেটকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন গতি আসছে। ফলে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিজেপি সদর গ্রামীন জেলা কমিটির উদ্যোগে এক প্রকাশ্য সভা করা হয়েছে রবিবার। এদিনের সভাতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন কেন্দ্রীয় সরকার গোটা উত্তর পূর্বাঞ্চলকে অষ্ট লক্ষী আখ্যায়িত করে তার জন্য অর্থ বরাদ্দ করেছে। আগামী দিনে এই বাজেটের ফলে গোটা উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে কৃষি ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, বাণিজ্য ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে দারুন উন্নয়নমূলক কাজ হবে বলে আশা ব্যক্ত করেছেন। মন্ত্রী আরো বলেন গত অর্থবছরের যে বাজেট ছিল তার চাইতেও প্রায় ৩.৫ হাজার কোটি টাকার বেশি বাজেট এই বছর হয়েছে। পাশাপাশি মন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে বলেন যখন রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম জনগণকে ধরে রাখতে পারছে না তখনই এই বাজেট নিয়ে মিথ্যা এবং কুৎসা প্রচারে তারা সরব হয়েছে। এক্ষেত্রে বিজেপি দলের কর্মী এবং নেতৃত্বদের সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। এদিনের সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, প্রাক্তন সভাপতি অসিত রায়, পশ্চিম ত্রিপুরা জেলার পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস, বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা।
এবারের বাজেট উন্নয়নের গতি আনবে উত্তর-পূর্বাঞ্চে: সুশান্ত
50