প্রতিনিধি, বিশালগড়, ১৮ জানুয়ারি।। ১৬ই জানুয়ারি থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ উদযাপন । এই উপলক্ষে রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে আরক্ষা দপ্তরের উদ্যোগে। এরই অঙ্গ হিসেবে শনিবার বিশালগড় আনন্দমার্গ স্কুলের ছাত্র ছাত্রীরা বিশালগড় থানা পরিদর্শন করে। একদিনের জন্য পুলিশ অফিসারের দায়িত্ব পালন করে ছাত্রছাত্রীরা।
মোট ২০০ জন শিক্ষার্থীকে এদিন বিশালগড় থানার আধিকারিকরা পুলিশের বিভিন্ন অভিযান, থানার বিভিন্ন বিভাগ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের তথ্য প্রদান করেন । এমনকি পুলিশ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরণের অস্ত্র সম্পর্কেও ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পাশাপাশি ডিজিটাল বা অনলাইন জালিয়াতির ক্ষেত্রে সাইবার সিকিউরিটির বিষয় সহ শিশুদের সাথে জড়িত অপরাধ, নারীর নিরাপত্তা নিশ্চিত করার উপায়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় গৃহীত সতর্কতা, ট্রাফিক নিয়ম মেনে চলা, মাদকবিরোধী আইন প্রভৃতি বিষয়ে আনন্দমার্গ স্কুলের শিক্ষার্থীদের অবগত করেন বিশালগড় থানার কর্মকর্তারা।
“শিক্ষার্থীদের সাথে এদিন তাদের শিক্ষকরাও ছিলেন ।
জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে পুলিশ স্টেশনগুলির কার্যকারিতা সম্পর্কে বোঝার সুযোগ দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের দ্বারা এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান বিশালগড় মহকুমা আধিকারিক দুলাল দত্ত । এদিন অভিনয়ের মাধ্যমে থানার ওসি থেকে শুরু করে ডিউটি অফিসার ইত্যাদি বিভিন্ন পদে কিছু সময়ের জন্য ছাত্র-ছাত্রীদের বসানো হয়। তাদের সহযোগিতা করেন ওসি সঞ্জিত সেন। একটিং ওসি সাজে বিশালগড় আনন্দ মার্গ স্কুলের নবম শ্রেণীর ছাত্র অপূর্ব আচার্য ।
বিশালগড় থানায় একদিনের পুলিশ শিক্ষার্থীরা
94