Home » শুকনো গাঁজা উদ্ধার করলো বিশালগড় থানার পুলিশ

শুকনো গাঁজা উদ্ধার করলো বিশালগড় থানার পুলিশ

by admin

 প্রতিনিধি,বিশালগড়, ১৯ জানুয়ারি।। বস্তাবন্দি গাঁজার গোদামে হানা দিলো বিশালগড় থানার পুলিশ। রবিবার পুলিশের টিম রামছড়া গ্রামের প্রবীর ভৌমিকের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বস্তা এবং ড্রামে মজুত করা প্রায় ৩০৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে । পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় গাঁজা কারবারি প্রবীর ভৌমিক। শেষে গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় বলে জানান ওসি। অভিযানে ছিলেন ডিএসপি ডিআইবি কেশব হরি জমাতিয়া, বিশালগড় থানার ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা, সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদার সহ মহিলা পুলিশ এবং টিএসআর জওয়ান। অভিযুক্ত প্রবীর ভৌমিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে বিশালগড় থানা।

You may also like

Leave a Comment