Home » পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগ হওয়া জায়গা পরিদর্শন করলেন বিধায়ক

পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগ হওয়া জায়গা পরিদর্শন করলেন বিধায়ক

by admin

প্রতিনিধি, উদয়পুর :- মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত লাভ স্টোরি তৈহোর সং এলাকার নিবাসী নারদ সাধন জমাতিয়ার একমাত্র উপার্জনের পথ ছিল পোল্ট্রির ফ্রার্ম । কিন্তু গত দুইদিন আগে হঠাৎ করে অগ্নিসংযোগ ঘটে ।‌ এর ফলে ফ্রার্মটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসীরা শত চেষ্টার পরেও রক্ষা করতে পারেনি ফ্রার্মটিকে। অগ্নিসংযোগের খবর পেয়ে বিধায়ক অভিষেক দেবরায় মঙ্গলবার দুপুরে নারদ সাধন জমাতিয়ার বাসভবনে ছুটে যান । কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। পরবর্তী সময়ে বিধায়ক আর্থিক সহযোগিতা এবং সমবেদনা জ্ঞাপন করেন পাশাপাশি সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা প্রদান করার জন্য প্রশাসনের সাথে কথা বলবেন বলে তিনি আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ‌ । শীতের এই শুকনো মরশুমে যেভাবে অগ্নিসংযোগ সংঘটিত হয়েছে তাতে করে ব্যাপক ক্ষতি হয়েছে নারদ সাধন জমাতিয়ার । এমনটাই বললেন পরিদর্শন শেষে বিধায়ক অভিষেক দেবরায়। এদিন বিধায়কে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

You may also like

Leave a Comment