Home » ত্রিপুরার লাখপতি দিদি ৯১ হাজার চন্ডিপুর ব্লকের উদ্যোগে আয়োজিত পিঠে পুলি উৎসবে:টিংকু

ত্রিপুরার লাখপতি দিদি ৯১ হাজার চন্ডিপুর ব্লকের উদ্যোগে আয়োজিত পিঠে পুলি উৎসবে:টিংকু

by admin

প্রতিনিধি কৈলাসহর:-চন্ডিপুর ব্লক এলাকার স্ব-সহায়ক দলের দিদিদের উৎপাদিত পণ্য সামগ্রী এবং নিজেদের তৈরি করা নানান ধরনের পিঠে পুলি উৎসবের আয়োজন হয় চন্ডিপুর ব্লক এলাকার জারুলতলী গ্রামীণ মাঠে।মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে চন্ডীপুর ব্লক ভিত্তিক পিঠে পুলি উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য জারুলতলি এলাকায়।চন্ডিপুর আর ডি ব্লক ও ভিলেজ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে ব্লক ভিত্তিক এই পিঠে পুলি উৎসব চলবে তিন দিন ব্যাপী।উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,ঊনকোটি জেলা পরিষদের তিন সদস্য বিমল কর,শ্যামল দাস ও অহি রানী দেববর্মা,চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ,বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ,অবসরপ্রাপ্ত টিসিএস অফিসার ডঃ কেডি সিনহা,চন্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিত মালাকার সহ অন্যান্যরা।চন্ডীপুরে প্রথমবারের মত আয়োজিত তিনদিন ব্যাপী এই পিঠে পুলি উৎসবে চন্ডীপুর ব্লকের অধীনে থাকা ২২টি স্ব-সহায়ক দল অংশ নিয়েছে।স্টলে স্ব-সহায়ক দলের সদস্যারা নিজেদের তৈরি করা সামগ্রী সহ রকমারি পিঠে পুলি নিয়ে হাজির হয়েছে।এই পিঠে পুলি উৎসবে আমাদের উৎসব ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়।গ্রামীণ সংস্কৃতি এবং চিরাচরিত ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে তৈরী করা হয়েছে বুড়ির ঘর।উদ্ধোধনী অনুষ্টানে চন্ডীপুর ব্লকের অধীনে থাকা বিভিন্ন এলাকার কৃষকদের মিনি পাওয়ার টেইলার,স্প্রে মেশিন সহ বিভিন্ন কৃষি সহায়ক যন্ত্রপাতি তুলে দেন মন্ত্রী টিংকু রায়।জাতীয় স্থরে খুখু খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের এবং কোচকে সংবর্ধিত করেন মন্ত্রী শ্রী রায়। বিভিন্ন স্ব-সহায়ক দলকে লোনের সেংশন মেমো এবং চেকও তোলে দেওয়া হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সহ সকল অতিথিরা স্ব-সহায়ক দলের স্টল গুলো পরিদর্শন করেছেন। স্ব-স্বহায়ক দলের তৈরি করা পিঠে পুলি ক্রয় করে তার স্বাদ নিয়েছেন।অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন যে,এইসব উৎসবের মাধ্যমে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখা যায়।বর্তমানে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ মহিলারা স্ব-সহায়ক দল করে আত্মনির্ভরশীল। রাজ্য সরকার ইতিমধ্যেই পনেরোশো কোটি টাকা ব্যাংকের মাধ্যমে স্ব-সহায়ক দলের সদস্যাদের হাতে তোলে দিয়েছে।রাজ্যে বর্তমানে ৯১ হাজার লাখপতি দিদিরা রয়েছেন।যাদের রোজগার বছরে এক লক্ষ টাকারও বেশি।রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের মহিলারা প্রকৃত অর্থেই সন্মান পাচ্ছেন।রাজ্যের যেকোনো জায়গায় বাজার শেড হলে সেই শেডের অর্ধেক মহিলাদের জন্য বরাদ্দ রাখা হয়।রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর থেকে যত নতুন সরকারি ন্যায্য মূল্যের দোকান দেওয়া হয়েছে সেগুলো সবগুলো মহিলাদের দেওয়া হচ্ছে। দীপা কর্মকার,অস্মিতা, আরশিয়ারা আজ ত্রিপুরার নাম ভারত তথা বিশ্বের কাছে পোঁছে দিয়েছে।এতকিছুর পরও যখন দেখা যায় যে, ছেলে মেয়েরা নিজেরা প্রতিষ্ঠিত হবার পর মাকে বাড়ি থেকে বের করে দেয়। চন্ডিপুর ব্লক ও ভিলেজ অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত ব্লক লেবেল পিঠাপুলি উৎসব কে কেন্দ্র করে ১৭ই জানুয়ারি শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা এবং মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের মজাদার খেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ই জানুয়ারি অব্দি চলতে থাকা এই পিঠে পুলি উৎসবে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকগানের অনুষ্ঠান থাকবে।

You may also like

Leave a Comment