Home » বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এক প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট।

বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এক প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট।

by admin

প্রতিনিধি , উদয়পুর :- উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলের ৪১ তম প্রতিষ্ঠা দিবস এবং জাতীয় যুব দিবস উপলক্ষে বিদ্যাপীঠের উদ্যোগে একাধিক অনুষ্ঠান পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিদ্যাপীঠের ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এক প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট। উদয়পুর ভগ্নি নিবেদিতা বালিকা বিদ্যালয়ের পেছনে স্পোর্টস কমপ্লেক্সের মাঠে সকাল ১১ টায় ছাত্র-শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সহ অধিকর্তা বনজিৎ বাগচী , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের কাউন্সিলার অয়ন গুপ, রেজাউল হোসেন এবং রত্না দে (দাস)। এই প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত মহোদয়।
সীমিত ১৫ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে ছাত্ররা আট উইকেটে জয়লাভ করে। প্রথমে টসে জিতে ছাত্ররা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শিক্ষকরা ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করে। ছাত্ররা ব্যাট করতে নেমে ১০. ৩ ওভারে ১০২ রান করে ৮ উইকেটে খেলা জিতে নেয়। ছাত্রদের পক্ষে দ্বিপরাজ ঘোষ বল হাতে দুই উইকেট লাভ করে এবং ব্যাট হাতে অপরাজিত ৫২ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এই প্রতিযোগিতামূলক প্রীতিপূর্ণ ক্রিকেট ম্যাচের পুরস্কার তুলে দেন পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার এবং গোমতি জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহ-অধিকর্তা বনজিৎ বাগচী । গোমতী জেলার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্ট টি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গোমতী জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং উদয়পুর পৌর পরিষদ। এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

You may also like

Leave a Comment