Home » গন্ডাছড়া দ্বাদশ এন এস এস ইউনিটের যুব দিবস উদযাপন

গন্ডাছড়া দ্বাদশ এন এস এস ইউনিটের যুব দিবস উদযাপন

by admin
  1. প্রতিনিধি, গন্ডাছড়া ১২ জানুয়ারি:- নানা কর্মসূচির মধ্য দিয়ে ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস উদযাপন করল গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিট। রবিবার বিদ্যালয় চত্বর ও তার আশপাশে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করে এন এস এস স্বেচ্ছাসেবীরা। এদিন বিদ্যালয় ছুটির দিন হলেও তাদের উৎসাহের কমতি ছিলনা। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক শুভজিৎ রায়।একই দিনে দিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি প্রত্যক্ষ করেন স্বেচ্ছাসেবীরা।শনিবার একই অনুষ্ঠানের প্রথম দিনে দিল্লি থেকে সরাসরি সম্প্রচার বিদ্যালয়ের স্মার্ট ল্যাবে প্রত্যক্ষ করেন এন এস এস স্বেচ্ছাসেবীরা।কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবীয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনেন সবাই। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা,শিক্ষক সংসদের সম্পাদক লবাজয় রিয়াং ও শিক্ষক শুভজিং রায়।আগামীদিনেও স্বেচ্ছাসেবীদের ব্যক্তিত্বের বিকাশ এবং সমাজে গঠনমূলক পরিবর্তন আনতে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে বলে জানান বিদ্যালয়ের এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ। উল্লেখ্য গত বছর অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ রাজ্যের শ্রেষ্ঠ এন এস এস ইউনিট হিসেবে পুরস্কৃত হয়েছিল গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।

You may also like

Leave a Comment