উদয়পুর প্রতিনিধি : উদয়পুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বাবাসাহেব আম্বেদকরের সম্মান যাত্রা করা হয় মঙ্গলবার দুপুরে। এই দিন দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে কংগ্রেস কর্মীরা এক সম্মান যাত্রা বের করে এদিন। এদিন সম্মান যাত্রাটি দলীয় অফিস থেকে বের হয়ে উদয়পুর শহরের নানা পথ পরিক্রমা করে । পরে মিছিলটি গোমতী জেলাশাসকের অফিসে সামনে গিয়ে এক পথ সভায় মিলিত হয় এবং গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত ভট্টাচার্য্যর নিকট পাঁচজনের একটি প্রতিনিধি দল ডেপুটেশানে মিলিত হয় জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে । এদিন ডেপুটেশান শেষে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বলেন , দেশের সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছে তার জন্য গোটা দেশের কাছে ক্ষমাপ্রার্থী চাইতে হবে এবং অবিলম্বে যেন পদত্যাগ করা হয় সে বিষয়ে জেলাশাসকের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতির কাছে ডেপুটেশান পত্র পাঠানো হচ্ছে। এই দিনের ডেপুটেশানে জেলা সভাপতি ছাড়াও ছিলেন , ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর সহ ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ ও অন্যান্য নেতৃত্বরা । এদিনের মিছিলটি ব্যাপক সাড়া ফেলেছে উদয়পুর শহরে।
37
previous post