Home » উদয়পুরে বিবেকানন্দ বিচার মঞ্চের সম্মেলন স্থগিত রাখা হলো । সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নেতৃত্বরা ।

উদয়পুরে বিবেকানন্দ বিচার মঞ্চের সম্মেলন স্থগিত রাখা হলো । সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নেতৃত্বরা ।

by admin

প্রতিনিধি, উদয়পুর :- বিবেকানন্দ বিচার মঞ্চের নামে আগামী ১৫ই ডিসেম্বর সম্মেলন করার সিদ্ধান্ত হয় । কিন্তু রবিবার উদয়পুরে রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার একটি সরকারি অনুষ্ঠান । সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই দিনে দুইটি অনুষ্ঠান যা রীতিমত বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে। তাই শনিবার বিকেল চারটায় এক সাংবাদিক সম্মেলন করেন বিবেকানন্দ বিচার মঞ্চের নেতৃত্বরা। ‌ সাংবাদিক সম্মেলনে বিবেকানন্দ বিচার মঞ্চের নেতৃত্বরা বলেন , গত চার এবং পাঁচ ডিসেম্বর গোমতী জেলায় প্রচার করা হয় বিবেকানন্দ বিচার মঞ্চের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উদয়পুরে। কিন্তু ৬ ডিসেম্বর সাংসদ বিপ্লব কুমার দেবের অফিস থেকে বার্তা আসে ১৩ এবং ১৪ ই ডিসেম্বর তিনি দেশের পার্লামেন্টে বিশেষ অধিবেশন থাকাতে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না । তাই ১৫ ই ডিসেম্বর কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদি শিক্ষক সংঘের সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ঐ সম্মেলনে উদ্বোধন হিসেবে বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত থাকবেন বলে আশ্বাস দেওয়া হয় । সাথে গোমতী জেলার সকল বিধায়কগণ উপস্থিত থাকার আশ্বাস দিয়েছে বলে জানান নেতৃত্বরা। কিন্তু উদয়পুরে রমেশ স্কুল মাঠে মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান থাকার কারণে ১৫ ই ডিসেম্বর সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সকল সদস্য এবং সদস্যাদের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে । এখানে উল্লেখ থাকে যে , ৫ এবং ৬ ডিসেম্বর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়, অফিস এবং বাজারে যে পোস্টার গুলি লাগানো হয়েছিল সেগুলি যথারীতি রয়ে গিয়েছে । এর ফলে ১৫ই ডিসেম্বরের গোটা অনুষ্ঠানকে নিয়ে এক বিভ্রান্তি ছড়িয়েছিল। এর ফলেই আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। বিবেকানন্দ বিচার মঞ্চের নেতৃত্বরা জানান , সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মেলনের তারিখ পরবর্তী সময় সিদ্ধান্ত করে জানিয়ে দেওয়া হবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে উদয়পুরের বিবেকানন্দ বিচার মঞ্চের সমস্ত নেতৃত্বরা অংশ নেন ।

You may also like

Leave a Comment