প্রতিনিধি, গন্ডাছড়া ৫ ডিসেম্বর:- প্রদেশ বিজেপির নির্দেশে ধলাই জেলা কমিটি রাইমাভ্যালী মন্ডলের অন্তর্গত ৭০’টি বুথ সভাপতির নাম মঙ্গলবার স্টেট বিজেপি রিটার্নিং অফিসার ঘোষণা করেন। বুধবার সরমা কার্যালয়ে সরমা এবং নারায়নপুর ভিলেজের আশপাশের ছয়টি বুথ যথাক্রমে ৪৪/৩৭, ৪৪/৩৮, ৪৪/৩৯, ৪৪/৪০, ৪৪/৪১ এবং ৪৪/৫৩ এর নবনির্বাচিত বুথ সভাপতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার, কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, জেলা কমিটির সদস্য সুমন রুদ্র পাল, জেলা কমিটির তপশিলী জাতি মোর্চার সম্পাদক মন্ত নমঃশূদ্র, মন্ডলের তপশিলি জাতি মোর্চার সভাপতি অতিশ দাস, শক্তি কেন্দ্রের কনভেনার অভিজিৎ রুদ্র পাল, মন্ডলের আইটি সেলের কনভেনার রাজু রুদ্র পাল প্রমুখ। এদিন উপস্থিত নেতৃত্বরা নবনির্বাচিত বুথ সভাপতি যথাক্রমে বিজয় দেবনাথ ওরফে সুমন, সজল শীল, দেবু শীল, সাথুই মগ, রতন বিশ্বাস এবং টুটন বিশ্বাসকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এদিন বুথ সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সরমা কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
76
next post