Home » গন্ডাছড়া দ্বাদশ বিদ্যালয়ে সংবিধান দিবস উৎযাপিত

গন্ডাছড়া দ্বাদশ বিদ্যালয়ে সংবিধান দিবস উৎযাপিত

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ২৭ নভেম্বর:- ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে মঙ্গলবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পালন করা হল সংবিধান দিবস। মূলত বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। সেখানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন এন এস এস স্বেচ্ছাসেবী জেকি দত্ত ও লক্ষী রায়। সংবিধান দিবসের গুরুত্ব আলোচনা করেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র -ছাত্রীরা।

You may also like

Leave a Comment