Home » ভদ্রপল্লী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ৯কোটি বরাদ্দ

ভদ্রপল্লী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ৯কোটি বরাদ্দ

by admin

 প্রতিনিধি কৈলাসহর:-চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের ভদ্রপল্লী দ্বাদশমান বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করেছে।চলতি সপ্তাহে চন্ডিপুর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় শিক্ষা দপ্তর এবং পূর্ত দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বিদ্যালয় পরিদর্শন করেছেন। জানা যায়,গ্রামন্নোয়ন দপ্তরের অর্থানুকল্যে এবং পর্যবেক্ষণে এই বিদ্যালয়ের পুনঃ সংস্কারের কাজ সম্পন্ন হবে।বিদ্যালয়ের পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয় মন্ত্রী বলেন,গ্রামীণ এলাকা গুলোতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন রাজ্যে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার শিক্ষা পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।পরিদর্শনকালে মন্ত্রী শ্রী রায় ছাত্র-ছাত্রীদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলি শোনেন এবং দ্রুততার সঙ্গে তা সমাধানের আশ্বাস দেন।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও তাদের মতামত তুলে ধরেছেন মন্ত্রীর কাছে।নতুন ভবনের নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত সকলে।বিদ্যালয়ের বর্তমান পরিকাঠামো বিষয়ে মন্ত্রী বলেন,শিক্ষা খাতে রাজ্য সরকার যে বরাদ্দ বাড়াচ্ছে, তার প্রধান লক্ষ্য হল আধুনিক শিক্ষার সুযোগ প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দেওয়া।নতুন ভবনের কাজ সম্পূর্ণ হলে বিদ্যালয়ের মান উন্নত হবে এবং এলাকার শিক্ষার্থীদের উপকার হবে।

You may also like

Leave a Comment